রদবদলের আলোচনা! হঠাৎ-ই দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিনীত গোয়েল

বিনীত গোয়েলকে তাঁর পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। আগেই মমতা জানিয়েছেন সে কথা। জানা গেছে, বদলি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুপুরে যান বিনীত গোয়েল। জানুন বিস্তারিত...

রদবদলের আলোচনা! হঠাৎ-ই দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিনীত গোয়েল
file image

অভ্রদ্বীপ দাস, কলকাতা: নতুন সিপি কে হচ্ছেন আজ এই নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন পুলিশ কর্তার নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে হঠাৎই আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলেন বিনীত গোয়েল। দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান বিনীত গোয়েল। 

সূত্রের খবর, সাধারণত পুলিশ সার্ভিসের কোনও পদ থেকে ইস্তফা দেওয়া যায় না। এই ধরনের ক্ষেত্রে পদ থেকে সরানো অর্থাৎ অপসারণের পরই নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়। বিনীত গোয়েলকে তাঁর পছন্দের জায়গাতেই পোস্টিং দেওয়া হচ্ছে। আগেই মমতা জানিয়েছেন সে কথা। জানা গেছে, বদলি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দুপুরে যান বিনীত গোয়েল। প্রায় আধ ঘণ্টা থাকার পর সেখান থেকে তিনি বেরিয়ে আসেন।  

আরও পড়ুন: https://tribetv.in/The-importance-of-social-media-is-behind-protests-across-the-state-demanding-justice-for-the-victims

সপ্তাহখানেকের টানাপোড়েন শেষে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সেই বৈঠক হয়। আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের জেরে সোমবার অবশেষে নতিস্বীকার করে রাজ্য সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপরই নতুন পুলিশ কমিশনার পাবে কলকাতায়। কে হচ্ছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার? সূত্রের খবর, একাধিক নাম আলোচনায় আসছে। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।