মহিলাদের ভরসাতেই বিচারের আশায় বুক বাঁধছে আরজি কর, 'প্রতিবাদী মুখ' মহিলারাই

রাত দখল হোক কিংবা প্রতিবাদী মিছিল। সব ক্ষেত্রেই আন্দোলনের পুরভাগে রয়েছেন মহিলারা, যা বর্তমান অতীতে চোখে পড়েনি। জানুন বিস্তারিত...

মহিলাদের ভরসাতেই বিচারের আশায় বুক বাঁধছে আরজি কর, 'প্রতিবাদী মুখ' মহিলারাই
file image

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: আরজি করের আন্দোলনে পথে নেমেছে সব বয়সের মানুষ। কোনও রাজনৈতিক দল নয়, সাধারন মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের উপস্থিতি। রাত দখল হোক কিংবা প্রতিবাদী মিছিল। সব ক্ষেত্রেই আন্দোলনের পুরভাগে রয়েছেন মহিলারা, যা বর্তমান অতীতে চোখে পড়েনি। 

২০২১ সালের বিধানসভা নির্বাচন। বিজেপি আশাবাদী রাজ্যে হতে চলেছে পালাবদল। পদ্ম ফুটবে পশ্চিমবঙ্গে (West Bengal News)। এইসময়ে মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। চালু করলেন লক্ষ্মীর ভাণ্ডার। হাত উল্টে মহিলা ভোট পেল তৃণমুল। সর্বশেষ লোকসভা নির্বাচনে ঘাসফুলের সাফল্যের পিছনে মহিলা ভোট অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই মনে করে রাজনীতিবিদদের একাংশ। বিজেপির চালিকাশক্তি আরএসএস, তার মুখপত্রে একথা স্বীকার করে নিয়েছে। বামেরাও মেনেছেন লক্ষ্মীর ভাণ্ডারের দরুণ তৃণমূলের ভোটবাক্স উপকৃত হয়েছে।

আরও পড়ুন: https://tribetv.in/Manik-Bhattacharya-gets-bail-from-ssc-scam-case

আরজি কর কাণ্ডের (RG Kar Hospital Incident) প্রতিবাদের আন্দোলনে দেখা গেল সেই মহিলারাই রাস্তাকে রাস্তা বানিয়ে নিয়ে শামিল হলেন আন্দোলনে। যত সময় এগিয়েছে ততই এই ইস্যুতে বিভিন্ন কর্মসূচিতে বেড়েছে মহিলাদের উপস্থিতি। নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অরাজনৈতিক আন্দোলনের মহিলাদের উপস্থিতি নিয়ে জানিয়েছেন তাদের অভিমত। যদিও কোনও কোনও মহল মনে করে, এই আন্দোলন শহরের মধ্যবিত্ত মহিলাদের মধ্যে সীমাবদ্ধ। গ্রাম বাংলায় সেভাবে প্রভাব নেই এই আন্দোলনের। সেখানে তৃণমুল সরকারের প্রতি সমর্থন অটুট। সেখানে মহিলাদের মধ্যে প্রভাব নেই। 

তবে কোনও কোনও মহল মনে করে, যে কোনও আন্দোলনের ক্ষেত্রে দাবি শহর থেকে ছড়ায়। আর এই আন্দোলনে পতাকা না থাকায়, মহিলাদের অংশ নেওয়া সমস্যা থাকছে না।