ফের লাইনচ্যুত ট্রেন, ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা

রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। জানুন বিস্তারিত...

ফের লাইনচ্যুত ট্রেন, ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: খেলনাগাড়ির মতো ছিটকে গিয়েছে কামরা, উল্টে পড়ে রয়েছে ইঞ্জিন! ফের দুর্ঘটনার কবলে রেল। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় পৌনে চারটে। মঙ্গলবার সকালে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস (Howrah-CSMT Express)। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া-মুম্বই ট্রেনের অন্তত ১৮টি কামরা। যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। ট্রেনের বাকি দু’টি কামরার মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন: https://tribetv.in/Mamata-Banerjee-protested-BJP-leaders-demand-of-Partition-of-Bengal

এই ট্রেনটির অদূরেই লাইনচ্যুত হয়েছে আরেকটি মালগাড়িও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আপাতত ২০ জন। যদিও আহতের সংখ্যা আরও অনেক বেশি এবং বাড়তে পারে বলেই প্রাথমিক সূত্রে অনুমান। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: https://tribetv.in/CM-Mamata-Banerjee-ays-water-division-by-DVC-causes-flood-situation-in-Bengal-and-plans-to-discuss-it-with-Centre

ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষাকে কেন্দ্র করে রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডলে রেল দুর্ঘটনার উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (West Bengal Cm)। কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।