সীমান্তের অতন্দ্র প্রহরী, BSF জওয়ানদের ভাইফোঁটা BJP-মহিলা মোর্চার

বিজেপি মহিলা মোর্চার মহিলারা এদিন সীমান্তে বিএসএফ জওয়ানদের কপালে দেন তিলকের ফোঁটা। সীমান্ত প্রহরীদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করলেন তাঁরা।

সীমান্তের অতন্দ্র প্রহরী, BSF জওয়ানদের ভাইফোঁটা BJP-মহিলা মোর্চার

ট্রাইব টিভি ডিজিটাল: চলতি কথায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও, দীপাবলি আর ভাইফোঁটা যেন উৎসবের মরশুম শেষের বার্তা দিয়ে যায়। আবার শুরু রোজনামচা। আর সব থেকেও এই রোজনামচায় যাদের জীবন তাঁরা হলেন আমাদের দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী।

ভাইবোন সব থেকেও দেশের সুরক্ষায় নিজ কর্তব্যে অটল তাঁরা। এবার এই সমস্ত সীমান্তরক্ষী বাহিনীর দীর্ঘায়ু কামনায় ভাইফোঁটা দিলেন বিজেপির মহিলা মোর্চা। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে জেলার বংশীহারী থানার মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটার আয়োজন করা  হয়। 

বিজেপি মহিলা মোর্চার মহিলারা এদিন সীমান্তে বিএসএফ জওয়ানদের কপালে দেন তিলকের ফোঁটা। সীমান্ত প্রহরীদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করলেন তাঁরা। এই বিষয়ে বিজেপির মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শিখা সরকার বলেন, ''অতন্দ্র প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। পরিবার থেকে বহু দূরে আমাদের সুরক্ষায় যারা রয়েছে অতন্দ্র প্রহরায়, তাঁদের সুরক্ষার জন্য এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সেই সমস্ত জ‌ওয়ানদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দেয়া হল।''