অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার মমতার
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার অনন্ত মহারাজের হাতে তুলে দেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ

ট্রাইব টিভি ডিজিটাল: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'। ভাইফোঁটা ঘিরে বাংলার ঘরে-ঘরে আজ উৎসবের আমেজ। আর এই উৎসবের আবহেই কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা রাজ্যের দাবিতে বারবার সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়কে মুখ্যমন্ত্রীর উপহার পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার অনন্ত মহারাজের হাতে তুলে দেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রমানন্দ দাস সহ অন্যান্যরা। এদিন কোচবিহার চকচকায় অবস্থিত অনন্ত মহারাজের বাড়িতে যান রবীন্দ্রনাথ ঘোষ ও প্রমানন্দ দাশ।
আরও জানা গিয়েছে, অনন্ত মহারাজের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি, চাদর, মিষ্টি ফুলের তোড়া তুলে দেন তাঁর হাতে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর জন্য উপহার পাঠিয়ে দেন অনন্ত মহারাজ। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ চাদর ও কোচবিহারের কৃষ্টি কালচারের পান সুপারি পাঠিয়েছেন তিনি। জানা গিয়েছে, চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই উপহার পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন অনন্ত মহারাজ।