সন্দেশখালিতে শুভেন্দু, ধোপে টিকল না পুলিশি বাধা

এদিন শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, একাধিক সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট এবং সংবাদমাধ্যমে এতদিন ধরে যা দেখানো হচ্ছে তাতে মনে হচ্ছে ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

সন্দেশখালিতে শুভেন্দু, ধোপে টিকল না পুলিশি বাধা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: তিনবারের চেষ্টায় অবশেষে সন্দেশখালি ঢুকতে পারলেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। ধোপে টিকল না রাজ্যের আবেদন, খারিজ হয়ে গেল পুলিশি বাধা-আপত্তি। সন্দেশখালিতে ১৪৪ ধারা ৭ দিনের জন্য স্থগিত। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার ছাড়পত্র দিলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। 

শুভেন্দু অধিকারী সেখানে গেলে অশান্তি হতে পারে, তাই বিরোধী দলনেতাকে সন্দেশখালিতে যেতে না দেওয়া এবং সিঙ্গেল বেঞ্চের সন্দেশখালিতে আগামী ৭ দিনের জন্য ১৪৪ ধারা উপর অন্তর্বর্তীকাল স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে‌ সেখানে ১৪৪ ধারা জারি করার আবেদন প্রধান বিচারপতির বেঞ্চে জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানায় রাজ্য। কিন্তু রাজ্যের উভয় আবেদনই খারিজ করে দিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যেতে অনুমোদন দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে, প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, কোনও সমর্থক নিয়ে যেতে পারবেন না শুভেন্দু ও শংকর ঘোষ। শুধু নিরাপত্তারক্ষীদের নিয়ে যাওয়া যাবে। সিঙ্গল বেঞ্চের  নির্দেশ বলবৎ রাখল ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Court-ordered-to-14-days-jail-custody--Prasanna-Roy

এদিন শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, একাধিক সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট এবং সংবাদমাধ্যমে এতদিন ধরে যা দেখানো হচ্ছে তাতে মনে হচ্ছে ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। সেখানে মহিলাদের উপর নির্যাতন হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছে। সেই সমস্ত অভিযোগ ইতিমধ্যেই রাজ্য গ্রহণ করতে শুরু করেছে। তাতে এটা পরিষ্কার যে সেখানে ঘটনা ঘটেছে। প্রায় দেড় মাসেরও বেশি হয়ে গেল এখনও পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারল না। ১৮ দিন ধরে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করেও কাজের কাজ কিছু হয়নি। তাই সেখানে আবার নতুন করে ১৪৪ ধারা মোতায়েনের কোনও প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। শুভেন্দু অধিকারীর সন্দেশখালিতে যেতে কোন অসুবিধা নেই। যে কেউ যেতে পারেন। তবে তিনি তার দলীয় সমর্থকদের সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। ইতিমধ্যেই সন্দেশখালি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। সেই মামলায় যদি আদালত মনে করে শেখ শাহজাহানকে আদালতে হাজির করতে হবে। তাহলে সেই সিদ্ধান্ত নেবে আদালত এবং পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Calcutta-HC-order-to-held-a-meeting-to-all-party-on-the-issue-of-women-pregnancy-case

আগামী সোমবার স্বতঃপ্রণোদিত মামলাটির শুনানি হবে। সেখানে রাজ্য,  ইডি, সিবিআই এবং স্বতঃপ্রণোদিত মামলায় বিচারপতি অপূর্ব সিনহা রায়ের সিঙ্গেল বেঞ্চ নিয়োজিত আদালত বান্ধব আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কেও উপস্থিত থাকতে হবে। সন্দেশখালির ঘটনায় বিচারপতি অপূর্ব সিনহা রায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব নিযুক্ত করে যে স্বতঃপ্রণোদিত মামলা করেছিলেন আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হবে। সোমবার স্বতপ্রনদিত মামলা গ্রহণ করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কেও উপস্থিত থাকার নির্দেশ প্রধান বিচারপতির।