ফের বহু মূল্যের সরকারি গাছ কেটে পাচারের চেষ্টা!

অভিযোগ, তৃণমূল নেতার মদতেই চলছে এই পাচারকাণ্ড

ফের বহু মূল্যের সরকারি গাছ কেটে পাচারের চেষ্টা!

ফের বহু মূল্যের সরকারি গাছ কেটে পাচারের ঘটনা পশ্চিম মেদিনীপুরে। খবর পেয়ে হাতেনাতে পাকড়াও করলো পুলিশ। অভিযোগ, তৃণমূল নেতার মদতেই চলছে এই পাচারকাণ্ড। কোনোও প্রকার অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গায় থাকা বহুমূল্যের গাছ কেটে পাচারের খবর পেয়ে পাচারকারীদের হাতেনাতে আটক করল পুলিশ। পুলিশের তৎপরতায় বাজেয়াপ্ত করা হলো গাছগুলিও। 

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু বছর আগে রাজ্য সড়কের ধারে জাড়া গ্রাম পঞ্চায়েতে সরকারি উদ্যোগে লাগানো হয় একাধিক দামী কাঠের গাছ। অভিযোগ, বুধবার বিজয় কুমার দাস নামে এক ব্যক্তি গাছগুলো কেটে লরিতে করে পাচারের চেষ্টা করে। এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা দাবি করেন গাছ কাটার ব্যাপারে কোন অনুমতি দেওয়া হয়নি। সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে। ঘটনায় ধৃতের দাবি, স্থানীয় তৃণমূল নেতা মুজিবরের অনুমতি নিয়েই গাছ কাটার কাজ তারা শুরু করেছে। যদিও এ বিষয়ে জারা অঞ্চল তৃনমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি, গাছ কাটার এই ধরনের কোন অনুমতি দেওয়া হয়নি। তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন। গাছগুলি আটক করে নিয়ে গেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে। দল কোন ভাবেই অন্যায়কে প্রশ্রয় দেবে না। 

তবে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। প্রশ্ন উঠেছে, এতগুলো দামি গাছ অনুমতি ছাড়া ধৃতরা কাটলো কিভাবে? তাদের পেছনে কি বড়ো কোনও নেতার হাত রয়েছে? এই সব প্রশ্নে চায়ের পেয়ালায় উঠেছে ঝড়। এখন দেখার এই পাচারকাণ্ডের পেছনে কার হাত রয়েছে।