প্রেমের সম্পর্কের জেরে খুনের চেষ্টা! বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক

পুলিশ সূত্রে খবর, ছেলেটি মারা গেলেও মেয়েটি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  জানুন বিস্তারিত...

প্রেমের সম্পর্কের জেরে খুনের  চেষ্টা! বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহর কলকাতায় ফের শুট আউট (Shootout)। লেক থানা এলাকায় বান্ধবীকে লক্ষ্য করে গুলি। গেস্ট হাউসের ভিতরেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী যুবক। প্রাথমিক সূত্রে অনুমান, প্রেমের সম্পর্কের জেরেই খুনের প্রচেষ্টা। দুইজনেই বজবজের (Budge Budge) বিদ্যাসাগর রোড এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ছেলেটি মারা গেলেও মেয়েটি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

দুপুর গড়িয়ে সবে বিকেল হয়েছে। হটাৎ লেক থানা এলাকার নিউ মেট্রো গেস্ট হাউসের ভিতর থেকে বিকট শব্দ। প্রথমবার গুরুত্ব দেননি গেস্ট হাউসের কর্মীরা। কিন্তু সিঁড়ির দিকে চোখ ফেলতেই চমকে উঠলেন তারা। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করতে করতে নেমে আসছে এক তরুণী। জানান, ওই যুবক তাঁর তলপেটে গুলি করেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রথম গুলি চলার কিছুক্ষণের মধ্যেই আরও একটি গুলি চলার শব্দ শোনা যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/Calcutta-High-Court-seeks-chief-secretary-approval-for-cbi-interrogation-over-recruitment-scam-case

বুধবার দুপুরেই লেক গার্ডেন্সের ওই গেস্ট হাউস উঠেছিল যুবক-যুবতী। এরপর বুধবার বিকেলে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান আশপাশের লোকেরা। সূত্র মারফত জানা যাচ্ছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। তার আগে ওই যুবক বান্ধবীর তলপেটে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে। জানা যাচ্ছে, মৃত ওই যুবকের নাম রাকেশ সিং। বাড়ি বজবজে। সঙ্গে যে যুবতী গিয়েছিল, সেই যুবতীও বজবজেরই বাসিন্দা। 

আরও পড়ুন: https://tribetv.in/Flooded-North-Bengal-For-Heavy-Rain-Fall

একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে গোয়েন্দার হোমিসাইড শাখা  ও লেক থানা। শুটআউটের ঘটনা নিয়ে সাউথ ইস্ট ডিভিশনের ভারপ্রাপ্ত DC অমিত কুমার ভার্মা আসেন ঘটনাস্থলে। আসেন এলাকার কাউন্সিলরও। জানা গেছে মৃত যুবক সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তা থেকে জানা গিয়েছে , সম্প্রতি অন্যত্র বিয়ে ঠিক হয়েছিল। সেটা মেনে নিতে পেরেই গুলি চালান রাকেশ। এছাড়া ঘটনাস্থল থেকে তদন্তকারীরা দুটি মদের বোতল উদ্ধার করেছেন। উদ্ধার হয়েছে, এক নাইন এমএম পিস্তল ও দুটি তাজা গুলিও।