দিলদরিয়া হৃতিক, অসমে শুটিং করতে গিয়ে পাইলটকে নিজের জিমের সরঞ্জাম দিলেন অভিনেতা

'ফাইটার' ছবির শুটিংয়ে গিয়েই এমনটা করলেন হৃতিক।

দিলদরিয়া হৃতিক, অসমে শুটিং করতে গিয়ে পাইলটকে নিজের জিমের সরঞ্জাম দিলেন অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সারসাইজ ছাড়া দিন শুরু করা হৃতিক রোশনের রোজকার রুটিন। তা বাড়িতে থাকুন বা শুটিং ফ্লোরে। শরীরচর্চা তাঁকে করতেই হবে। এই যেমন, অসমে নতুন ছবির শুটিংয়ে জিমের সরঞ্জাম নিয়ে হাজির হয়েছিলেন হৃতিক। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই শরীরচর্চা করতেন হৃতিক রোশন (Hrithik Roshan)। তবে নতুন খবর হল, শুটিং শেষ করে অসম ফেরার সময় জিমের সব সরঞ্জাম অসমের এক এয়ারফোর্স পাইলটকেই উপহার হিসেবে দিয়ে আসলেন হৃতিক। হৃতিক নাকি পাইলটকে বলেছেন, আজ থেকে এগুলো সব তোমার। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে হৃতিককে দেখা যাবে পাইলটের চরিত্রে। ছবির নাম ফাইটার।

প্রসঙ্গত, একসময়ের সহকর্মী, গুঞ্জনে থাকা এক সময়ের প্রেমিকজুটি হৃতিক আর কঙ্গনা নাকি দু’জনেই এখন একই সময়ে ছিলেন অসমে। না, একসঙ্গে নয়। বরং কঙ্গনা গিয়েছেন, তাঁর ছবি ‘এমারজেন্সি’র শুটিংয়ে। আর হৃতিক গিয়েছেন ‘ফাইটার’ ছবির জন্য।

[আরও পড়ুন: সব সত্যি সামনে আসবে! ‘ভ্যাকসিন ওয়ার’ ছবির শুটিং শুরু করে হুঁশিয়ারি বিবেক অগ্নিহোত্রীর ]

বেশ কয়েকদিন ধরেই সোশ্য়াল মিডিয়ায় অসমে ছবির শুটিংয়ের নানা ভিডিও, ছবি পোস্ট করছেন কঙ্গনা। যেহেতু এই ছবির পরিচালকও তিনি নিজেই, সেহেতু নিজে হাতেই সব কিছু সামলাচ্ছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

 ‘ফাইটার’ ছবির শুটিং অসমেই সেরেছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, একই দিনে নাকি কাজিরাঙা অভয়ারণ্যে শুটিং করবেন হৃতিক ও কঙ্গনা। তবে শুটিং ফ্লোর থেকে পাওয়া খবর অনুযায়ী, দুজনের দেখা শেষমেশ হয়নি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

[আরও পড়ুন: ‘শ্রদ্ধার মতো ৩৫ টুকরো হয়ে যেতাম!’ পুলিশের কাছে জবানবন্দি তুনিশার প্রেমিক সিজানের]