সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

,মঙ্গলবার সোপিয়ানের মুনঝ মার্গ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় অভিযান। জম্মু কাশ্মীর পুলিশ এবং CRPF-জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়।

সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

ট্রাইব টিভি ডিজিটাল: ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই। মঙ্গলবার সকালে কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করে কাশ্মীর পুলিশ। উদ্ধার করা হয় AK-47 রাইফেল সহ অস্ত্র। নিহত জঙ্গিদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত খুনে অভিযুক্ত ছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। অন্য এক জঙ্গির বিরুদ্ধে রয়েছে নেপালি নাগরিককে খুনের অভিযোগ।  

মঙ্গলবার সোপিয়ানের মুনঝ মার্গ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় অভিযান। জম্মু কাশ্মীর পুলিশ এবং CRPF-জওয়ানরা যৌথ ভাবে এই অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে এই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে দু'জনকে চিহ্নিত করা গিযয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ADGP বিজয় কুমার। কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর বেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক গুলির লড়াই চলার পরে তিন জনের মৃত্যু হয়। মৃত তিনজনই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অন্য দু'জনের মধ্যে এক লস্কর জঙ্গির নাম লতিফ লোন। 

জানা গিয়েছে, মাস দুয়েক আগে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। উমর নাজির নামে অপর এক জঙ্গির বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের। আরও জানা গিয়েছে, মৃত তিন জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। আশেপাশে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারেই বলেই পুলিশের অনুমান। অন্তত তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আপাতত এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরে এক লস্কর জঙ্গি নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কাশ্মীরের প্রশাসন। আবদুল রশিদ ওরফে জাহাঙ্গির নামে পলাতক এই জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে ঘুরে সন্ত্রাসমূলক ষড়যন্ত্র করে চলেছে বলে জানা গিয়েছে। উপত্যকার ডোডা জেলার খানপুরা গ্রামে রয়েছে ওই জঙ্গির বাড়ি। শনিবার সেই বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেই লস্কর জঙ্গিদের ডেরা খুঁজে বের করে সফল অভিযান চালাল পুলিশ।