Russia Attacks with Missile: শতাধিক মিসাইল নিয়ে ইউক্রেনের শহরগুলিতে হামলা রাশিয়ার! কেঁপে উঠল কিয়েভ সমেত বহু এলাকা

ইউক্রেনের নানান জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। বড়দিনের মরশুমে ফের নতুন করে যুদ্ধের অন্ধকারে ইউক্রেনের একাধিক শহর। স্রোতের বেগে তেড়ে এসেছে রুশ মিসাইল। এদিকে, মস্কো বারবার দাবি করছে যে তারা নাগরিক হত্যা করছে না। তবে বিভিন্ন প্রমাণ তুলে ধরে সেই দাবিকে নস্যাৎ করছে কিয়েভ। ইউক্রেনের দাবি, সেদেশ জুড়ে কেবলই রক্তলীলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

Russia Attacks with Missile: শতাধিক মিসাইল নিয়ে ইউক্রেনের শহরগুলিতে হামলা রাশিয়ার! কেঁপে উঠল কিয়েভ সমেত বহু এলাকা
ইউক্রেনের নানান জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে। বড়দিনের মরশুমে ফের নতুন করে যুদ্ধের অন্ধকারে ইউক্রেনের একাধিক শহর। স্রোতের বেগে তেড়ে এসেছে রুশ মিসাইল। এদিকে, মস্কো বারবার দাবি করছে যে তারা নাগরিক হত্যা করছে না। তবে বিভিন্ন প্রমাণ তুলে ধরে সেই দাবিকে নস্যাৎ করছে কিয়েভ। ইউক্রেনের দাবি, সেদেশ জুড়ে কেবলই রক্তলীলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।