পরিত্যক্ত ব্যাগকে ঘিরে উত্তেজনা আরজি করে, বোমাতঙ্ক ছড়ালেও উদ্ধার হয়নি বিস্ফোরক

ব্যাগটি প্রথমে পরীক্ষা করে দুটি স্নিফার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিক। উন্নতমানের গ্যাজেট ব্যবহার করে পরীক্ষা করা হয় ব্যাগটি। তবে ব্যাগের ভিতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। জানুন বিস্তারিত...

পরিত্যক্ত ব্যাগকে ঘিরে উত্তেজনা আরজি করে, বোমাতঙ্ক ছড়ালেও উদ্ধার হয়নি বিস্ফোরক
নিজস্ব চিত্র

রিমিক মাঝি, কলকাতা: তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য। ধর্ষণ ও খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই। চলছে ম্যারাথন আন্দোলন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে একটি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পৌঁছন পুলিশ ও CISF-এর উচ্চপদস্থ আধিকারিকরা। হাসপাতালে আসে ডগ স্কোয়াড এবং বোম স্কোয়াড। 

আরও পড়ুন: https://tribetv.in/CS-again-sent-letter-to-junior-doctors

ব্যাগটি প্রথমে পরীক্ষা করে দুটি স্নিফার ডগ এবং বোম স্কোয়াডের আধিকারিক। উন্নতমানের গ্যাজেট ব্যবহার করে পরীক্ষা করা হয় ব্যাগটি। তবে ব্যাগের ভিতরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। ব্যাগ থেকে তিনটি জলের বোতল, একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, এক প্যাকেট বিস্কুট, তেল, সাবান, পেস্ট এবং অন্যান্য কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, হাসপাতালে চিকিৎসাধীন কোনও রোগীর পরিবারের সদস্য ভুলে এই ব্যাগটি ধর্ণা মঞ্চে রেখে গিয়েছেন। 

ব্যাগটি ছাড়াও গোটা ধর্না মঞ্চ এবং ধর্না মঞ্চে থাকা প্লাস্টিকের প্যাকেট পরীক্ষা করে দেখেন বোম স্কয়াডের আধিকারিকরা। কোনও জায়গা থেকেই কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। বোমাতঙ্কের ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে দুপুর থেকেই তৈরি হয় চাপা উত্তেজনা। কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা ধরনা মঞ্চে কীভাবে এল ব্যাগটি, তা নিয়ে উঠছে প্রশ্ন।