লক্ষ্য ফাইনাল, আহমেদাবাদে প্লে অফের যুদ্ধে KKR-SRH

প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ হিসেবে মোটেই সহজ নয় হায়দ্রাবাদ। তবে আজকের ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে কেকেআর। জানুন বিস্তারিত...

লক্ষ্য ফাইনাল, আহমেদাবাদে প্লে অফের যুদ্ধে KKR-SRH
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ আইপিএলের (IPL) প্লে-অফ রাউন্ড শুরু। মঙ্গলবার আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ হিসেবে মোটেই সহজ নয় হায়দ্রাবাদ। তবে আজকের ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে কেকেআর (KKR)। 

১৪ ম্যাচে ২০ পয়েন্টে রাউন্ড রবিন লিগ শেষ করেছে কেকেআর। পয়েন্ট তালিকায় কলকাতাই শীর্ষে। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ দ্বিতীয় স্থানে শেষ করেছে। আজ যারাই জিতবে, তারাই সরাসরি ফাইনালে (IPL Final) চলে যাবে। সুনীল নারাইন এবং ফিল সল্টের জুটি এ বার অধিকাংশ ম্যাচে কেকেআরের ইনিংসকে প্রথমেই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। যদিও সল্ট দেশে ফিরে যাওয়ায় সফল ওপেনিং জুটি ভেঙে গিয়েছে। তাঁর জায়গায় খেলার কথা আফগানিস্তানের রহমানুল্লা গুরবাজের। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) আরও একটা সুযোগ কেকেআরকে হারিয়ে ফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে যাওয়া। 

আরও পড়ুন:https://tribetv.in/High-Chance-of-Thunderstorm-rain-in-West-Bengal-in-the-sixth-round-of-Lok-Sabha-Election-Voting

আজকের ম্যাচের পরাজিত দল আরও একটা সুযোগ পাবে নিজেকে প্রমাণ করে ফাইনালে ওঠার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জেতার সুযোগ পাবে আজকের পরাজিত দল। তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস (RR) ও চতুর্থ স্থানে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) সঙ্গে বুধবার খেলা। বুধবারের ম্যাচ যে দল জিতবে তাঁদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ পাবে আজকের ম্যাচের পরাজিত দল।