Mamata Banerjee: ‘‌মানব সেবার অংশ হতে পারলে আপ্লুত হয়ে যাই’‌, মুখ্যমন্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট‌

কপিল মুনির মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী প্রথমেই চলে আসেন লোহার ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে থাকা বহু তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের দিকে। করজোড়ে তাঁদের নমস্কার জানান। ভিন রাজ্য থেকে বহু তীর্থযাত্রীরা সেখানে ছিলেন। তাঁদের কাছে শুভেচ্ছা জানানোর সঙ্গেই কিছু কথাবার্তাও বলেন তিনি।

Mamata Banerjee: ‘‌মানব সেবার অংশ হতে পারলে আপ্লুত হয়ে যাই’‌, মুখ্যমন্ত্রীর আবেগঘন ফেসবুক পোস্ট‌
কপিল মুনির মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী প্রথমেই চলে আসেন লোহার ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে থাকা বহু তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের দিকে। করজোড়ে তাঁদের নমস্কার জানান। ভিন রাজ্য থেকে বহু তীর্থযাত্রীরা সেখানে ছিলেন। তাঁদের কাছে শুভেচ্ছা জানানোর সঙ্গেই কিছু কথাবার্তাও বলেন তিনি।