বিয়ের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচারের চেষ্টা, শ্রীঘরে ভুয়ো পাত্র

পরিমল মহালদার নামের ওই ব্যক্তি সন্তোষ পাশয়ানের মেয়ের জন্য তাঁর কাছে উপযুক্ত পাত্রের সন্ধান আছে  বলে জানান।

বিয়ের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচারের চেষ্টা, শ্রীঘরে ভুয়ো পাত্র

ট্রাইব টিভি ডিজিটাল: বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। শেষপর্যন্ত পাত্রীপক্ষের বুদ্ধিমত্তায় শ্রীঘরে যুবক। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা সন্তোষ পাশয়ানের মেয়ের জন্য বিয়ের সম্মন্ধ আনেন পড়শি পরিমল মহালদার। আর তারপরই ঘটে বিপত্তি। 

জানা গিয়েছে, পরিমল মহালদার নামের ওই ব্যক্তি সন্তোষ পাশয়ানের মেয়ের জন্য তাঁর কাছে উপযুক্ত পাত্রের সন্ধান আছে  বলে জানান। অভিযোগ, তিনি বলেছিলেন তার আত্মীয়ের কাছে উপযুক্ত পাত্রের খোঁজ আছে। সেই অনুযায়ী, বিহারের পাটনা থেকে বিয়ের কথাবার্তার জন্য হরিশ্চন্দ্রপুরে আসেন পাত্র উদল কুমার যাদব এবং বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী। পরবর্তীতে মেয়ের বাড়ির লোক পাত্রর বাড়িতে দেখাশোনা করতে বিহারের পাটনাতে যান। এরপরই স্থানীয় সূত্রে মেয়ের মা-বাবা জানতে পারেন, উদল কুমার যাদব ইতিমধ্যে বিবাহিত। বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী আদতে তার স্ত্রী।

 জানা গিয়েছে, মেয়ের বাড়ির লোক বুঝতে পারে বড়সড় প্রতারণার পরিকল্পনা রয়েছে। এই ঘটনার পর তাঁরা  হরিশ্চন্দ্রপুরে উদল কুমার যাদবকে ডেকে পাঠান বিয়ের জন্য। ভুয়ো পাত্র এবং বৌদির পরিচয় দেওয়া স্ত্রী হরিশ্চন্দ্রপুরে এলেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানান মেয়ের মা। পুলিশের তৎপরতায় আপাতত শ্রীঘরে ভুয়ো পাত্র এবং তার স্ত্রী। তদন্তের জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। এদিকে গোটা ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূল। তুঙ্গে তরজা।