Cyclone Biporjoy: ঘনিয়ে আসছে 'বিপর্যয়', উপকূলে জারি কমলা সতর্কতা

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে মুম্বইয়ে ফুঁসছে সমুদ্র। নিষেধাজ্ঞা অমান্য করে জুহুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে যায় ছ’জন। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে বাকি দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

Cyclone Biporjoy:  ঘনিয়ে আসছে 'বিপর্যয়',  উপকূলে জারি কমলা সতর্কতা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শক্তিক্ষয় করেও ফুঁসছে 'বিপর্যয়'  (Cyclone Biparjay)। মুম্বইয়ে (Mumbai) প্রবল জলোচ্ছ্বাস। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল হয়ে ক্রমশ উত্তরদিকে এগিয়ে পাকিস্তানে চলে যাবে বিপর্যয়। ঘূর্ণিঝড়ের জেরে প্রশাসনের তরফে ইতিমধ্যে মুম্বই ও মহারাষ্ট্রের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র বন্ধ করার ঘোষণা করা হয়েছে।  ঘূর্ণিঝড়ের ব্যাপকতা বেশ তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। তাই তা সামাল দিতে প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে বৈঠক করেছেন। বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। 

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে মুম্বইয়ে ফুঁসছে সমুদ্র। নিষেধাজ্ঞা অমান্য করে জুহুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে যায় ছ’জন। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তবে বাকি দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।  গুজরাটে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের সতর্কতা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসন। সোমবারই একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে গুজরাটের বিপর্যস্ত এলাকাগুলিতে ৫ মন্ত্রীকে পাঠানো হয়েছে। যার মধ্যে মনসুখ মান্ডব্য পৌঁছেছেন কচ্ছতে। গুজরাটের কচ্ছতে পৌঁছেই পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন মনসুখ মান্ডব্য।

https://twitter.com/ANI/status/1668469875931598848?s=20

 গুজরাট, মুম্বই-সহ পাকিস্তানের উপকূল এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় বিপদসঙ্কুল এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন পাকিস্তান (Pakistan) সংলগ্ন গুজরাতের উপকূলে আছড়ে পড়ার কথা বিপর্যয়ের। জখৌ বন্দরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। গুজরাতের উপকূল এলাকায় যা নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। মৌসম ভবন সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে আপাতত কমলা সতর্কতা জারি করেছে। 

https://twitter.com/ANI/status/1668515018630107136?s=20

জানা গিয়েছে,  আগামী ১৬ জুন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে বিপর্যয় (Cyclone Biparjay)। ঝড়ের গতিবিধির দিকে নজর রেখেছে মৌসম ভবন (IMD)। আবহাওয়ার কারণে উত্তর-পশ্চিম রেল একাধিক ট্রেন বাতিল করেছে। বিপর্যয়ের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। ঘূর্ণিঝড়ের কারণে মুম্বইতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে ছিল উথালপাথাল ঢেউ, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দ্বারকাতেও। মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে বিপর্যয় উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে।