আরজি করের মর্গ থেকে মৃতদেহ কারচুপি , নেপথ্যে কী সন্দীপ ঘোষ জানতে হাসপাতালে ফের সিবিআই

বৃহস্পতিবার সকালে যখন সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, ঠিক তখনই সিবিআইয়ের আরেকটি দল পৌঁছয় আরজি করের মর্গে। জানুন বিস্তারিত...

আরজি করের মর্গ থেকে মৃতদেহ কারচুপি , নেপথ্যে কী সন্দীপ ঘোষ জানতে হাসপাতালে ফের সিবিআই
আরজি কর হাসপাতালে ফের সিবিআই।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময় যত গড়াচ্ছে ততই বিলম্বিত হচ্ছে নির্যাতিতা তরুণী খুন-ধর্ষণের বিচার। প্রতিবাদ, আন্দোলন, মিটিং মিছিল সবই চলছে। তবুও, যেন আরজি কর দুর্নীতির কিনারা করতে গিয়ে কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছে নির্যাতিতা তরুণীর খুনের বিচার। সন্দীপ ঘোষের আমলে আরজি করে অনিয়মের জাল কতটা ছড়িয়েছে তা জানতে বৃহস্পতিবার হাসপাতালে ফের পৌঁছয়  সিবিআইয়ের পাঁচ সদস্যের দল। মূলত আরজি করের মর্গ থেকে দেহ পাচারের ঘটনার তদন্তের কিনারা করতে এদিন সকাল সকাল হাসপাতালে পৌঁছে  যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

বৃহস্পতিবার সকালে যখন সিজিও কমপ্লেক্সে জেরা করা হচ্ছে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, ঠিক তখনই সিবিআইয়ের আরেকটি দল পৌঁছয় আরজি করের মর্গে। সিবিআই সূত্রে খবর, আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই মর্গে গিয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের যে অভিযোগ উঠেছিল, তারই তদন্ত করতে গিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষ কে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে গিয়েও তল্লাশি চালায়। সেই ঘটনাতেই খতিয়ে দেখতে এবার  আর্থিক দুর্নীতির এর ঘটনায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলেন সিবিআই আধিকারিকরা। 

আরও পড়ুন: https://tribetv.in/Torrential-rain-continues-to-unleash-havoc-in-Gujarat

অন্যদিকে নিরাপত্তায় আরও একধাপ এগোল সিআইএসএফ। হাসপাতালের ইমারজেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিংয়ের দু জায়গায় বসল ডিএফএমডি। এবার থেকে এই দুই বিল্ডিংয়ে প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভিতর দিয়েই প্রবেশ করতে হবে। আপাতত দুই জায়গায় বসলেও অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগেও এভাবেই নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনীর।