অধীরের বিরুদ্ধে খড়গহস্তে খাড়গে! মমতা ইস্যুতে অধীরের পাশে নেই হাইকম্যান্ড

'হাইকম্যান্ডের কথা মানতে হবে নাহলে বেড়িয়ে যেতে হবে' প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের হুঁশিয়ারি খাড়গের। জানুন বিস্তারিত...

অধীরের বিরুদ্ধে খড়গহস্তে খাড়গে! মমতা ইস্যুতে অধীরের পাশে নেই হাইকম্যান্ড
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুমন্তব্যে অধীর চৌধুরীর প্রতি আরও কড়া কংগ্রেস হাইকম্যান্ড। 'হাইকম্যান্ডের কথা মানতে হবে নাহলে বেড়িয়ে যেতে হবে' প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফের হুঁশিয়ারি খাড়গের। যদিও হুঁশিয়ারিতেও হুঁশ ফিরল না, নিজের পদক্ষেপে অবিচল অধীর চৌধুরী (Adhir Chowdhury)। 

অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধিতা জারি রাখুক, সর্বভারতীয় কংগ্রেস আরও এক বার বুঝিয়ে দিল, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়া’র শরিক মনে করে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) সাফ জানিয়ে দিলেন, 'ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন। সেটা ঠিক করবে হাইকমান্ড।' বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতার উদ্দেশে কিছুটা হুঁশিয়ারির সুরেই খাড়গে বলেছেন, 'হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, না হলে বাইরে যেতে হবে।'

আরও পড়ুন: https://tribetv.in/What-is-the-controversy-regarding-Indian-Spices-and-why-countries-are-banning-them

ইন্ডিয়া জোট ঘিরে বাংলায় অধীর বনাম মমতা বারবার প্রকাশ্যে এসেছে। যদিও প্রথম থেকেই জাতীয় কংগ্রেসের মমতা প্রসঙ্গে নরম ছিল সুর, এবার আগুনে আরো ঘি। নির্বাচনী প্রচার থেকে 'আমি বাইরে থেকে জোটে আছি' বারবার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী। ‘উনি জোট থেকে পালিয়ে গিয়েছেন। ওঁর কোনও কথায় আমি ভরসা করি না। এখন দেখছেন হাওয়া বদলাচ্ছে। তাই এদিকে ভিড়তে চাইছেন। বিজেপির দিকে পাল্লা ভারী দেখলে ওদিকে যাবেন।’

আরও পড়ুন: https://tribetv.in/here-is-the-play-off-scenario-of-rcb-ahead-of-their-match-against-csk

অধীর চৌধুরীর এই বক্তব্য ঘিরে কংগ্রেসের অন্দরের তরজা ফের প্রকাশ্যে। মমতা ইস্যুতে অধীরের পাশে নেই হাইকম্যান্ড। হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।