DA Protest News: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের মিছিল, অবরুদ্ধ রাজপথ

DA আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, ''রাজ্যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা চলছে''। এদিকে আজকের এই মিছিল থেকে 'চোর-চোর' কটাক্ষ ছোঁড়েন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা।

DA Protest News: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের মিছিল, অবরুদ্ধ রাজপথ
DA Protest Sealdah

ট্রাইব টিভি ডিজিটাল: কেন্দ্রীয় হারে প্রাপ্য DA-এর দাবিতে ধর্নার ৬৩ দিন আজ। বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে আন্দোলনে আজ মহা সমাবেশের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। DA-সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ শিয়ালদহ ও হাওড়া থেকে মহা মিছিল সরকারী কর্মচারীদের একাংশের। বকেয়া আদায়ের দাবিতে অনড় রাজ্য সরকারি কর্মীরা। মহা সমাবেশে যোগ দিতে মিছিল করে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। মিছিলে রয়েছেন বিকাশরঞ্জন, সুজন চক্রবর্তীরা। 

জানা গিয়েছে, এদিন DA আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, ''রাজ্যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা চলছে''। এদিকে আজকের এই মিছিল থেকে 'চোর-চোর' কটাক্ষ ছোঁড়েন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা। বেলা যত গড়ায় ততই শহিদ মিনারের দিকে আন্দোলনকারীদের মিছিল এগোতে থাকে। শুধু তাই নয়, বকেয়া DA-এর দাবিতে আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। শহরের প্রাণকেন্দ্র অবরুদ্ধ হয়ে যাওয়ায় কলকাতার বিভিন্ন অংশে সৃষ্টি হয় তীব্র যানজট। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী সরকারী কর্মচারীরা। তাঁরা ধর্মতলা মোড়ে বসে পড়েন।

https://tribetv.in/Ayan-Shil-is-also-accused-of-taking-money-from-eligible-candidates

 ডিএ আন্দোলনকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা স্লোগান দিতে থাকেন এদিন। আন্দোলনকারীদের ধর্নামঞ্চে বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তীরাও উপস্থিত ছিলেন। নায্য পাওনা আদায়ের দাবিতে সুর মেলান বাম নেতারাও। এদিকে লক্ষ্মীবারে সরকারী কর্মচারীদের একাংশের জোড়া মিছিলে অবরুদ্ধ হয়ে যায় শহর কলকাতা। শিয়ালদহ-হাওড়া থেকে মিছিল করে আসেন যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা। ডিএ-র দাবিতে মিছিল থেকে ওঠে 'চোর-চোর' স্লোগানও।