কাজ চলছে জলস্বপ্ন প্রকল্পের, মুখে হাসি ফুটতে চলেছে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের

আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকার কালচিনি ব্লকের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।

কাজ চলছে জলস্বপ্ন প্রকল্পের, মুখে হাসি ফুটতে চলেছে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে দ্রত গতিতে কাজ চলছে জলস্বপ্ন প্রকল্পের। মুখে হাসি ফুটতে চলেছে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ও জেলাবাসীর। 
 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। 

আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকার কালচিনি ব্লকের চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। ইতিমধ্যে কয়েকটি গ্রামের বাসিন্দারা জল ও পাচ্ছেন। তবে জেলার কালচিনি ব্লক থেকে শুরু করে মাদারিহাট কুমারগ্রাম আলিপুরদুয়ার ১ও ২নং ব্লক সহ বিভিন্ন এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। খুশি ওই এলাকাবাসীরা। তবে কুমারগ্রাম ব্লক কালচিনি ব্লক ও মাদারিহাট ব্লকের প্রত্যন্ত এলাকা ভুটান পাহাড় লাগোয়া তাই বিগত দিন ধরে জলের খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছি। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন প্রকল্পে খুশি জেলাবাসী।  সূত্রের খবর, জলস্বপ্ন প্রকল্পের কাজ রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ার জেলা৷ আলিপুরদুয়ারের জেলাশাষক সুরেন্দ্র কুমার মীনা বলেন, ''মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় এই প্রকল্পের কাজ রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে। ৪০% কাজ প্রায় শেষ  খুব দ্রুত গতিতে কাজ করছে। আশাকরি খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ জল পাবেন।'' এই বিষয়ে আলিপুরদুয়ার ১নং  ব্লকের বিডিও বলেন, ''খুব স্বচ্ছতার মধ্যে কাজ হচ্ছে। ব্লকের কিছু যায়গায় এখনও কাজ শুরু হয়নি। তবে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে।''