পুনর্বিবেচনা করা হোক নতুন ফৌজদারি আইন, মোদিকে চিঠি মমতার

আগামী ১ জুলাই থেকে ওই তিন আইন কার্যকর হওয়ার কথা। তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

পুনর্বিবেচনা করা হোক নতুন ফৌজদারি আইন, মোদিকে চিঠি মমতার
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিন নতুন ফৌজদারি আইন নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নয়া ফৌজদারি আইন নিয়ে সংসদে পুনরায় আলোচনা হোক, মোদিকে চিঠি দিয়ে আবেদন মমতার। ভারতীয় দণ্ডবিধির নয়া তিনটি আইনকে এখনই কার্যকর না করে সংসদে পুনরায় পর্যালোচনার জন্য পেশ করা হোক। দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশনে এই তিনটি আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী করতে রাষ্ট্রপতির সম্মতিও মেলে। গোটা দেশে এই তিনটি আইনকে কার্যকরী করার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

সূত্রের খবর, আগামী ১ জুলাই থেকে ওই তিন আইন কার্যকর হওয়ার কথা। তার আগে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর এই চিঠি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। চিঠিতে মমতা লিখেছেন, ''গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের ১৪৬ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল, তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ। এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন।'' মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ‘নৈতিকতা এবং বাস্তবতা’ যাচাই করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হোক।

আরও পড়ুন: https://tribetv.in/Fishermen-are-facing-trouble-due-to-lack-of-hilsa-fish

 ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, বিদায়ী লোকসভায় যে ভাবে কোনও আলোচনা ছাড়াই দ্রুত বিল তিনটি পাশ করানো হয়েছিল, তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপন্থী। তিনি লিখেছেন, ''নৈতিকতার দিক থেকে আমি মনে করি, সংসদীয় ব্যবস্থার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাঁদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।''