Mamata Banerjee News: 'মৃত্যু আমাকে ভয় পায়', CAA নিয়ে অভয় বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে আবারও সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা গেল। বললেন, ‘আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন।’ আর কী বলেছেন তিনি শুনুন...

Mamata Banerjee News: 'মৃত্যু আমাকে ভয় পায়', CAA নিয়ে অভয় বার্তা মমতার
ইদের সকালে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্যে- ফেসবুক)

ট্রাইব টিভি ডিজিটাল: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে দেবেন না। বৃহস্পতিবার সকালে রেড রোডের মঞ্চ থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  ইদের সকালে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে রেড রোডের অনুষ্ঠান থেকে সিএএ এবং এনআরসি বিরোধী বার্তা দিয়ে মমতা বলেন, ‘আমরা ঘৃণা করতে জানি না। আমরা ঘৃণাভাষণ চাই না। আমরা ভাগ বাঁটোয়ারা চাই না। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চাই না। আমরা নাগরিকত্ব সংশোধনী আইন চাই না। আমরা চাই যে সকলে যেন একসঙ্গে থাকেন। আমরা জুলুম সহ্য করব না। আমরা এককাট্টা থাকলে কেউ কিছু করতে পারবেন না। যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ মৃত্যুতে কোনও ভয় নেই।’ সেইসঙ্গে তিনি বলেন, 'আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমায় ভয় পায়।'
 
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে আবারও সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা গেল। বললেন, ‘আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন।’ এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন ও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও তাঁর অবস্থান আগের মতোই রয়েছে, সেটাও স্পষ্ট করে দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর সাফ বার্তা, ‘নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তাঁর নিজস্ব অধিকার।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাছের মাথা হল সিএএ, ল্যাজা হল এনআরসি। আর মাঝের পেটিটা হল অভিন্ন দেওয়ানি বিধি।'

আরও পড়ুন:  https://www.tribetv.in/112-company-CRPF-will-be-deployed-in-CoochBehar

মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা দিনে এই কথাগুলো বলেছেন, যে দিনটার মেরেকেটে এক সপ্তাহ পরে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তারপর আরও ছ'টি দফায় ভোটগ্রহণ রয়েছে বাংলায়। তবে ভোট বৈতরণী পার করতে তৃণমূল কংগ্রেস নিজেদের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া বলে রাজনৈতিক মহলের মত।