আড়িয়াদহ বিতর্কে ফাঁস জয়ন্ত সিংয়ের কুকীর্তি, ভোট ড্যামেজের চেষ্টা নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় অর্জুন সিং

বিগত কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের একাধিক 'কুকীর্তি'। তৃণমূল নেতা জয়ন্ত সিংহের একের পর এক পর ভিডিও ঘিরে একেবারে তোলপাড় রাজ্য-রাজনীতি। জানুন বিস্তারিত...

আড়িয়াদহ বিতর্কে ফাঁস জয়ন্ত সিংয়ের কুকীর্তি,  ভোট ড্যামেজের চেষ্টা নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় অর্জুন সিং
কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

অভ্রদ্বীপ দাস, কলকাতা: গত কয়েক মাস ধরেই চলছে প্রাক বিয়ের অনুষ্ঠান। আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। রিলায়েন্স গোষ্টীর কর্ণধারের ছোট ছেলের বিয়েতে যোগ দিতে এবার মুম্বই রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে দমদম বিমান বন্দর থেকে বিশেষ বিমানে করে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। তবে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে সম্প্রতি সংবাদ শিরোনামে থাকা আড়িয়াদহের ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। 

বিগত কয়েকদিন ধরেই প্রকাশ্যে আসছে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের একাধিক 'কুকীর্তি'। তৃণমূল নেতা জয়ন্ত সিংহের একের পর এক পর ভিডিও ঘিরে একেবারে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মাঝে এবার আড়িয়াদহকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। '২০২১-এর ঘটনা' অর্থাৎ অর্জুন সিংহের আমলের ঘটনা বলে কার্যত দলের ঘাড় থেকে দায় ঝাড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''কিছু সংবাদ মাধ্যম বিজেপির কথায় ভুলভাল খবর দেখাচ্ছে। M square ওদের একজন মালভিয়া আছে। যা কীর্তি ও কেলেঙ্কারি করেছে যা বাংলার এবং দেশের সংস্কৃতিতে খাপ খায় না। ২০২১ সালের একটা ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত ৭২ ঘণ্টা ধরে একতরফা ভাবে একই নিউজ বারবার দেখিয়ে গেছেন। সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন। যারা করেছিল তারা এখনও গ্রেফতার হয়ে জেলে রয়েছেন।'' সব মিলিয়ে মুম্বই সফরে যাওয়ার আগে কার্যত বিজেপিকে একহাত নিলেন তৃণমূল নেত্রী। 

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-CM-Mamata-Banerjee-to-visit-Mumbai-for-Ambanis-Wedding

তিনি আরও বলেন, ''একটা ঘটনা ভাইরাল করা হচ্ছে রানীবাদে একজন মারা গেছে। সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার। এটা কোন রাজনৈতিক ঘটনা নয়। তাও পুলিশ যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশন নেবে। এটা পুলিশের ডিউটি। এতগুলো ভোট হয়ে গেল এতগুলো বুথ ছিল একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে কিছু সংবাদ মাধ্যম ২৪ ঘন্টা ধরে দেখিয়ে গেছে। তৃণমূল দেখলেই জব্বর খবর। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, একটা মানুষ ভুল করতে পারে হাজারটা মানুষ ভুল করতে পারে না। যদি কেউ ভুল করে থাকে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে।'' 

আরও বলেন, ''২৯ জন গ্রেফতার হয়েছে। কিছু কিছু সংবাদ মাধ্যম অপসংস্কৃতির কান্ডারী হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আপনাদের কোন খবরের ক্ষেত্রে ক্রস চেক করার থাকলে নবান্ন সবসময় খোলাই থাকে পুলিশের থেকেও ক্রস চেক করে নেবেন। পুলিশের ইনফরমেশনটাও ক্যারি করা হচ্ছে না। ওয়ান সাইডেড নিউস ক্যারি করা হচ্ছে। না হলে বিজেপি আপনাদের ওপর ইনকাম ট্যাক্স সিবিআই, ইডি রেইড করবে। এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যদি আবেদনের কাজ না হয় তারপর আইন অনুযায়ী ব্যবস্থা নেব।'' 

আরও পড়ুন: https://tribetv.in/Central-Defence-Minister-Rajnath-singh-get-special-responsiblity-for-bengal-BJP
      
এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বলেন, ''উদ্ধব ঠাকরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি রাজনৈতিক কথা হবে। কারণ অনেক দিন দেখা হয়নি নির্বাচনের পর। আর একটি অ্যাপয়েন্টমেন্ট করেছি শরদ পাওয়ার এর সঙ্গে। একটা বৈঠক ৪টের সময় এবং অন্যটি ৫টার সময়। অখিলেশ কালকে গিয়ে পৌঁছবে, ওর সঙ্গেও দেখা হয়ে যেতে পারে এখনও পর্যন্ত ঠিক হয়নি। তারপর আমি বিয়ে অ্যাটেন্ড করে ফিরে চলে আসব।''