West Bengal News: মৌচাক ভাঙা নিয়ে বচসা, মামার হাতে খুন ভাগ্নে

মৌমাছির চাক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের পরিবারের সঙ্গে ঝামেলা হয়। অশান্তির এক পর্যায়ে চলে হাতাহাতি। অভিযোগ, সেই সময় ভাগ্নেকে হাঁসুয়ার কোপ দেয় মামা

West Bengal News: মৌচাক ভাঙা নিয়ে বচসা, মামার হাতে খুন ভাগ্নে
মৃতের বাড়ির সামনে ভিড় পুলিশ ও স্থানীয়দের

ট্রাইব টিভি ডিজিটাল: মৌচাক ভাঙা নিয়ে বচসার জের। মামার হাতে খুন খোদ ভাগ্নে। বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুরে। মৃত ভাগ্নের নাম সোহেল শেখ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মামা রাকিব শেখ। মামার হাতে বাড়ির ছোটো সদস্যের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া পরিবারে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে শৌচালয়ের পাশে একটি মৌমাছির চাক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের পরিবারের সঙ্গে ঝামেলা হয়। অশান্তির এক পর্যায়ে চলে হাতাহাতি। অভিযোগ, সেই সময় ভাগ্নেকে হাঁসুয়ার কোপ দেয় মামা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাগ্নে সোহেল শেখের। ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সুতি থানার চাঁদের মোড় টোল ট্যাক্স সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় মামা রাকিব শেখকে। এদিকে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে ওই এলাকায়। 

অন্যদিকে, ডাকাতির ছক বানচাল করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। ফরাক্কা ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার ১১ দুষ্কৃতী। বাজেয়াপ্ত ডাকাতির সরঞ্জাম ও ধারালো অস্ত্র সহ একটি ৪০৭ গাড়ি। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা বাগদাবরা জঙ্গলে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই ১১জন দুষ্কৃতী। সূত্রের খবর, একটি ৪০৭ গাড়ি করে তারা ঝাড়খণ্ডে দিকে রওনা দিচ্ছিল। ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে বাগদাবরা জঙ্গলে দিকে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। তারপর তাদেরকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ১০ জনের বাড়ি ফরাক্কা ব্লকে ও এক জনের গাড়ি সামশেরগঞ্জে। বুধবার দুষ্কৃতীদের জঙ্গিপুর আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে ৩ জনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।