নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক, দাবি কুণালের

নেতাজিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে মুখার্জি কমিশন বিমানদুর্ঘটনা তত্ত্ব নাকচের পর নতুন তদন্ত হোক।

নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক,  দাবি কুণালের

ট্রাইব টিভি ডিজিটাল: নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক। তৃণমূলের তরফে এমনই দাবি তোলা হল সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে। এদিন একটি টুইট করে এমনই দাবি জানালেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

নেতাজিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে মুখার্জি কমিশন বিমানদুর্ঘটনা তত্ত্ব নাকচের পর নতুন তদন্ত হোক। রেনকোজির মন্দিরের ভস্ম এনে ডিএনএ পরীক্ষা হোক। এবং সাময়িক হলেও স্বাধীন ভূখন্ডে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার জন্য নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক। অন্যদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকেই স্বাধীনতার মূল স্থপতি বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। এদিন রানি রাসমণী রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি জানান, ভারতীয় এবং বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত আমরা। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে নেতাজিকে এই সম্মানজ্ঞাপন করা হচ্ছে। 

নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানান, নেতাজি সুভাষ চন্দ্র বসুর অদম্য সাহস এবং উদ্যমকে কুর্নিশ জানাই। তিনিই আমাদের বীরত্ব এবং সততার পথ দেখিয়েছেন। এর কোনও বিকল্প নেই। আমাদের দেশাত্ববোধ জেগে উঠুক। নেতাজির আদর্শের জন্য আমরা লড়াই করি। এদিকে আজ নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, দেশটাকে বেচে দিও না। দেশটাকে এক রেখো। 

মুখ্যমন্ত্রী আরও জানান, দেশ বড় অসহায়। বাংলা আমরা কোনও রকম সামলাচ্ছি। আপনারা জানেন না আমাদের কত সমস্যা সহ্য করতে হয়। নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন।  দুঃখের বিষয় প্ল্যানিং কমিশন এখন নেই। তুলে দেওয়া হয়েছে। এখন সব সব নন-প্ল্যানিং। আন্দামানের শহীদ দ্বীপ নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আজ কেউ নাম কামানোর জন্য বলতে পারেন তাঁরা শহীদ দ্বীপ করেছে। কিন্তু নেতাজি আন্দামানে এই দ্বীপ তৈরি করেছিলেন।