সম্বিতর বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়! আক্রমণ অভিষেকের

ভোটপর্বের মাঝেই সম্বিত পাত্রর বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সোমবার রাতেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সম্বিত পাত্র। জানুন বিস্তারিত...

সম্বিতর বিতর্কিত মন্তব্যে নিন্দার ঝড়! আক্রমণ অভিষেকের
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘প্রভু জগন্নাথদেব মোদির ভক্ত’ বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর করা এই মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। নিন্দার ঝড় তুলে ঝাপিয়ে পড়েছে বিরোধী শিবির। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। 

সোমবার দুপুরে ওড়িশার পুরীতে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি। প্রচার শেষে সন্ধ্যায় এক সংবাদ মাধ্যমে ‘প্রভু জগন্নাথদেব মোদির ভক্ত’ এমনই মন্তব্য করেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র (Sambit Patra)। ভোটপর্বের মাঝেই সম্বিত পাত্রর বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সোমবার রাতেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সম্বিত পাত্র।

আরও পড়ুন: https://tribetv.in/Abhijeet-Ganguli-election-campaign-restricted-by-Election-commission-about-bad-comment-of-Mamata-Banerjee

সোমবার রাত ১টার তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী সম্বিত বলেন, মুখ ফস্কে তিনি এমনটা বলে ফেলেছেন। 'মোদিজী প্রভু জগন্নাথদেবের ভক্ত' এটা বলতে চেয়ে ভুলবশত ‘প্রভু জগন্নাথদেব মোদির ভক্ত’ বলে ফেলেছেন সম্বিত পাত্র। মঙ্গলবার এই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 'কত দম্ভ, কত অহংকার, ঠাকুরকে বলছে মোদিজীর ভক্ত' ঠিক এই ভাষাতেই পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রকে কড়া আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।