'বাংলার রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম রাজ্যপাল', বোসের শ্লীলতাহানি ইস্যুতে কড়া সুর অভিষেকের

বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলাকে অপমান করছে বলে তোপ দাগলেন তিনি। সন্দেশখালি থেকে শুরু করে বকেয়া, সমস্ত ইস্যুতেই বিজেপিকে নিশানা করেন তিনি। আরও পড়ুন...

'বাংলার রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম রাজ্যপাল', বোসের শ্লীলতাহানি ইস্যুতে কড়া সুর অভিষেকের
মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

অভ্রদ্বীপ দাস, কলকাতা: সপ্তমদফা নির্বাচনের এখনও ২০ দিন বাকি। তার আগে রীতি মেনে অক্ষয় তৃতীয়ার শুভদিনে নিজের মনোনয়ন জমা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের TMC প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে নিজের বাড়ি থেকে মিছিল করে আলিপুরে জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন অভিষেক। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, ''বাংলাকে কালিমালিপ্ত করার জবাব বিজেপিকে দেবেন বাংলার মানুষই। আমার মনোনয়ন জমাকে ঘিরে যে ভাবে মানুষের ভালবাসা, আশীর্বাদ পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। ১০ বছর আমাকে এই কেন্দ্রে কাজ করা সুযোগ করে দিয়েছেন আপনারা। রীতি মেনেই আমি আমার মনোনয়ন দাখিল করলাম।'' 

এদিনও বিজেপিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলাকে অপমান করছে বলে তোপ দাগলেন তিনি। সন্দেশখালি থেকে শুরু করে বকেয়া, সমস্ত ইস্যুতেই বিজেপিকে নিশানা করলেন তিনি। বলেন, ''বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা।'' একই সঙ্গে রাজ্যপাল বোসের কীর্তি নিয়েও সুর চড়িয়েছেন তৃণমূলের সেনাপতি।

আরও পড়ুন: https://www.tribetv.in/TMC-Leader-Gangadhar-goes-to-Calcutta-High-Court-on-Sandeshkhali-Viral-Video

 তিনি বলেন, ''রাজ্যপালের এত ভয় কীসের? উনি যে CCTV ফুটেজ দেখিয়েছেন তাতে অভিযোগকারিণী মহিলাকে আরও অসম্মান করেছেন। আপনি পুলিশ আউটপোস্টের ভিডিয়ো না দেখিয়ে করিডোরের ভিডিয়ো, আপনার চেম্বারের ভিডিয়ো দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আপনি অপমান করছেন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি আইনের ঊর্ধ্বে। যা খুশি তাই করবেন? আইন সবার জন্য এক। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান বলে যা ইচ্ছে তাই করতে পারেন না। রাজ্যকে এই বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত।'' 

আরও পড়ুন: https://www.tribetv.in/today-rain-alert-issues-by-weather-office-some-districts-of-south-bengal-know-the-full-weather-update

শুক্রবার অভিষেকের (Abhishek Banerjee) মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল তৃণমূলে (TMC)। সকাল থেকেই তাঁর বাড়ি সামনে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে বার হন অভিষেক। পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট। হেঁটে হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে পৌঁছন অভিষেক। অভিষেকের মনোনয়ন-মিছিলের সামনের সারিতে ছিলেন সওকত মোল্লা, অশোক দেবরা। কর্মী-সমর্থকেরাও ছিলেন শুক্রবারের মিছিলে। শুধু তা-ই নয় উৎসাহী জনতাও রাস্তার দু’ধারে ভিড় করেছিলেন। অন্য দিকে, কলকাতা উত্তরের দুই যুযুধান প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়ও মনোনয়ন জমা দিলেন। তাঁরা মনোনয়ন জমা দেন জেসপ বিল্ডিংয়ে। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও শুক্রবার তাঁর মনোনয়ন জমা দেন।