Buddhadeb Bhattachrya Medical Update: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট বিরোধীদের

দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেবের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের তরফে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন মোট আট জন চিকিৎসক।

Buddhadeb Bhattachrya Medical Update: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট বিরোধীদের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattachrya। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এদিন বিকেলে বুদ্ধদেব বাবু হাসপাতালে ভর্তি হতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাজ্যপাল C.V Anand Bose থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari। টুইট বার্তায় আরোগ্য কামনা করেছেন তৃণমূলের মুখপাত্র Kunal Ghosh-ও। 

শনিবার এক টুইট বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন,'' শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattachrya। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। টুইটে আরোগ্য কামনা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় বুদ্ধদেব বাবুকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

সূত্রের খবর, দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেবের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের তরফে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন মোট আট জন চিকিৎসক। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এ ছাড়াও মেডিক্যাল বোর্ডে রয়েছেন আরও কয়েক জন বিশেষজ্ঞ চিকিৎসক। জানা গিয়েছে, যে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে করে বুদ্ধদেবকে হাসপাতালে আনা হয়, তাতে উপস্থিত ছিলেন সপ্তর্ষি বসু। আরও জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অক্সিজেনের মাত্রা কিছুটা স্বাভাবিকের পথে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, জানিয়েছেন সিপিএম নেতা রবীন দেব।