RG Kar Hospital Protest News: বিচার অধরা, 'নয় নয় নয়ে' অভিনব অরাজনৈতিক প্রতিবাদে নামছে আমজনতা

প্রতীকি স্টাইক, এমনই অভিনব কর্মসূচি হতে চলেছে আরজি কর ঘটনার বিচার চেয়ে। ইতিমধ্যে এই ইস্যুতে বনধ করেছে বিজেপি। তবে এই প্রতীকি স্টাইক কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

RG Kar Hospital Protest News:  বিচার অধরা, 'নয় নয় নয়ে' অভিনব অরাজনৈতিক প্রতিবাদে নামছে আমজনতা

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: আরজি করের ঘটনার বিচার চেয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ আন্দোলন চলছে। রাত দখলের কর্মসূচি যেমন হয়েছে, মোমবাতি জ্বালিয়েও রাস্তায় নেমেছে আট থেকে আশি। রাজনৈতিক দলগুলিও পালন করছে প্রতিবাদ ধর্না। এবার  ৯ সেপ্টেম্বর হতে চলেছে অভিনব এক কর্মসূচি। কর্মসূচির নাম নয়, নয় নয়। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন।

প্রতীকি স্টাইক, এমনই অভিনব কর্মসূচি হতে চলেছে আরজি কর ঘটনার বিচার চেয়ে। ইতিমধ্যে এই ইস্যুতে বনধ করেছে বিজেপি। তবে এই প্রতীকি স্টাইক কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। অরাজনৈতিকভাবেই ৯ সেপ্টেম্বর হবে। কর্মসূচির নাম নয়-নয়-নয়। এর আগে রাত দখলের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন ১৪ অগাস্ট। জুনিয়র ডাক্তারদের লালবাজার চলো ও প্রতীকি মেরুদন্ড নিয়ে কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে নগরপালের হাতে নগরপালের পদত্যাগ চেয়ে স্বারকলিপি দেওয়া প্রত্যক্ষ করেছে শহরবাসী। 

আরও পড়ুন: https://tribetv.in/Visvabharati-student-mysterious-death-at-campus-hostel-in-bolpur

মোমবাতি জ্বেলে প্রতিবাদে জড়ো হয়েছিলেন আট থেকে আশি। এবার কর্মসূচি 'প্রতীকি স্টাইক'। কী হবে তাতে, ৯ সেপ্টেম্বর রাত ৯টায় সব ধরনের কাজ বন্ধ রাখার আবেদন রয়েছে। পড়ুয়ারা ৯ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ৯ মিনিট করবে না হোম ওয়ার্ক। বন্ধ থাকবে রান্নার উনুন বা গ্যাস। রাস্তায় গাড়ি থমকে যাবে ৯ মিনিটের জন্য। অরাজনৈতিক এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের গণসংগঠনগুলিও যোগ দিতে পারে।

আরও পড়ুন: https://tribetv.in/Supreme-Court-rejected-hearing-of-Sandip-Ghosh-plea

যেমন ডিওয়াইএফআইয়ের তরফে যে ধরণের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে, সেই কর্মসূচির উদ্যোক্তাদের নিয়ম মেনেই তারা যোগ দিতে প্রস্তুত বলে অভিমত। এদিন থেকে বাম ছাত্র-যুব-মহিলাদের ধর্নায় সকাল ৮টা থেকে ১০টা অবধি বিকল্প স্বাস্থ্য কেন্দ্র বলে কর্মসূচি শুরু হয়েছে। ৯ তারিখ অকুপায়ি ধর্মতলা মিছিল হবে কলেজ স্কোয়ার থেকে। সামনে শারদ-উৎসব, আমবাঙালির মন নেই সেদিকে, বিচারের দাবিতে মহালয়ার দিন কিংবা পুজোর দিনগুলিতেও কর্মসূচি নেওয়ার সম্ভবনাও বাড়ছে।