উত্তপ্ত সন্দেশখালি, ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা নির্যাতনের শিকার। তারা কার্যত একটা দ্বীপে আটকে রয়েছে বলেও উঠে আসছে অভি্যোগ। আরও জানুন...

উত্তপ্ত সন্দেশখালি, ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: সন্দেশখালির (Sandeshkhali Violence) বর্তমান পরিস্থিতি নিয়ে ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। জারি রয়েছে ১৪৪ ধারা। একাধিক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা রুজু করার আবেদন আইনজীবী শামিম আহমেদের। মামলা রুজু করার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের‌। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। নারী নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা নির্যাতনের শিকার। তারা কার্যত একটা দ্বীপে আটকে রয়েছে। বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে সন্দেশখালি। অভিযোগ জানাতে গেলেও তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং আইনজীবীরা সেখানে প্রবেশ করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ অতিসক্রিয়। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ আইনজীবী শামিম আহমেদের। মামলা রুজু করার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের‌। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন:  https://www.tribetv.in/Protest-against-governor-while-he-going-to-sandeshkhali-areas

উল্লেখ্য, সোমে সরগরম সন্দেশখালি (Sandeshkhali Violence)। অনির্দিষ্টকালের জন্য জারি ১৪৪ ধারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সন্দেশখালি পরিদর্শনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যের রিপোর্ট তলবের পরই কেরল সফর কাটছাঁট করে কলকাতা ফিরে তড়িঘড়ি সন্দেশখালি পরিদর্শনে যান রাজ্যপাল। পথে একাধিক বিক্ষোভের সম্মুখীন হন রাজ্যপাল। মাঝরাস্তায় ১০০ দিনের বকেয়ার দাবিতে চলে দফায় দফায় বিক্ষোভ। কালো পতাকা দেখানো হয় সি ভি আনন্দ বোসকে (CV Anand Bose)।