সুপ্রিমে পিছোল সন্দেশখালি মামলার শুনানি, তিন মাস মুলতুবির নির্দেশ আদালতের

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলা মুলতুবি রাখল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত এ-ও জানিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না। জানুন বিস্তারিত...

সুপ্রিমে পিছোল সন্দেশখালি মামলার শুনানি, তিন মাস মুলতুবির নির্দেশ আদালতের
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালি মামলায় হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা রাজ্যের। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Chaos) সিবিআই তদন্ত নিয়ে হাইকোর্টের রায়ে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী তিন মাস শুনানি মুলতুবি রাখল শীর্ষ আদালত। এই মামলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী ঘটনা জড়িয়ে আছে। তাই পরবর্তী শুনানি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, জানিয়ে দিল বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।

গত ১০ এপ্রিল সন্দেশখালি মামলায় নারী নির্যাতন, জমি দখল-সহ একাধিক জ্বলন্ত বিষয়ে সিবিআই (CBI) হাতে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য (West Bengal)। রাজ্যের পাশাপাশি শীর্ষ আদালতে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন রাজ্য পুলিশের আইজি, জেলা পুলিশ সুপার। মামলা করেছে স্থানীয় থানাও। তবে আদালতের নির্দেশে সিবিআই যে ইমেইল তৈরি করেছিল, সেই মেইলবক্সে অভিযোগের পাহাড়।  

 আরও পড়ুন: https://www.tribetv.in/National-election-commission-take-special-initiative-for-bengal-due-to-complete-the-election-peacefully

সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির সওয়াল ছিল, এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি ২-৩ সপ্তাহের জন্য মুলতুবি রাখার আবেদনও জানান তিনি। বিচারপতি জানায়, এই মামলার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী ঘটনা জড়িয়ে।

 আরও পড়ুন: https://www.tribetv.in/Sheikh-Shahjahan-produced-to-Alipore-Bank-shall-Court-On-the-allegation-of-Sandeshkhali-Violence

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলা মুলতুবি রাখেন বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। তবে শীর্ষ আদালত (Supreme Court) এ-ও জানিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না। তা যেমন চলছিল, চলবে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে হাই কোর্ট চলা মামলায় কোনও বাধা দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)।