ভোটের মধ্যে ঘনঘন বিস্ফোরণে বোমার স্তুপে বাংলা, উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

ভোটের মধ্যে ঘনঘন বিস্ফোরণে বোমার স্তুপে বাংলা, উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন
(ফাইল চিত্র)

অভ্রদ্বীপ দাস, কলকাতা: ভোটের বঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন (National Electional Commission)। দিল্লির নির্বাচন সদন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী আধিকারিকদের একটাই প্রশ্ন, কেন এত বোমা ও হিংসার ঘটনা ঘটছে?  এমনকি ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রশ্ন তুললেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ কুমার ব্যাস। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে হাজির ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দফতরের ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকরা।

বৈঠকে বিশেষ করে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার DM-SP, মালদহ জেলা, নদিয়া জেলার ডি এম এবং এসপি উপস্থিত ছিলেন। এই তিনটি জেলার এস পি এবং ডি এম দের কাছে দেশের ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাস জানতে চান,  তাঁরা তাদের জেলায় সাধারণ ভোটারদের নির্ভয় ভোট দিতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন। আদৌ কি তারা আতঙ্কমুক্ত হয়ে ভোট দিতে আগ্রহী। নাকি তাদের মধ্যে ভয়ভীতি রয়েছে। এছাড়াও স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে থেকে জানতে চাওয়া হয় যে, যেসব জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হল।

আরও পড়ুন: https://www.tribetv.in/Sheikh-Shahjahan-produced-to-Alipore-Bank-shall-Court-On-the-allegation-of-Sandeshkhali-Violence

আরও জানতে চাওয়া হয়, আদৌ কী সেখানকার মানুষ নির্ভয়ে ভোট দিতে প্রস্তুত। তারা কী ভোটের দিন ভোটমুখী হবেন। এছাড়াও সামগ্রিক ভাবে তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য এখন পর্যন্ত কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সেটাও জানতে চান জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ ব্যাস। এই দুই দফার নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ তাপপ্রবাহ সতর্কতা অবলম্বন করে কী কী পদক্ষেপ গ্রহণ করা হল। এইসমস্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রের খবর।

আরও পড়ুন: https://www.tribetv.in/know-the-full-food-charts-how-to-solve-kidney-damaging-problems

প্রায় দেড় ঘটনা ধরে চলে এই জরুরি ভিত্তিতে বৈঠক। সকাল সাড়ে নয়টা থেকে ১১'টা পর্যন্ত চলা এই বৈঠকে মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়া জেলার উপরে বিশেষ নজর দিতে তৎপর নির্বাচন কমিশন।  এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার, তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনে নজরদারি রাখার জন্য উপস্থিত ছিলেন দুই বিশেষ পর্যবেক্ষক। ছিলেন পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা ও বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা। এছাড়া বৈঠকে হাজির ছিলেন তিনটি জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রিটার্নিং অফিসাররা।