বাজারে গেলেই কপালে ভাঁজ! তৃতীয় মোদি সরকারের শপথের পরেও মিলল না স্বস্তি

বাজারে গেলেই কপালে ভাঁজ সাধারণ মানুষের। একাধিক প্রয়োজনীয় জিনিসের দাম কমা তো দূরের কথা উল্টে তরতরিয়ে বেড়েই চলেছে দ্রব্য মূল্য। জানুন বিস্তারিত...

বাজারে গেলেই কপালে ভাঁজ! তৃতীয় মোদি সরকারের শপথের পরেও মিলল না স্বস্তি
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পেঁয়াজের দাম আকাশছোঁয়া। নতুন সরকার গঠন হলেও বাজারের আকাশছোঁয়া দর থেকে রেহাই মেলেনি দেশবাসীর। সদ্যসমাপ্ত নির্বাচনের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে ফের শপথ নিয়েছেন নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী পদে শপথের পরও দেশবাসী কি কোনও সুবিধা পেয়েছে নিত্যপ্রয়োজনীয় বাজার মূল্য থেকে?    

সোমবার তৃতীয় মোদি সরকারের প্রথম অধিবেশন। সংসদে ফের শপথবাক্য পাঠ করেন সাংসদরা। তৃতীয় সরকার গঠনের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও কোনও স্বস্তি মিলল না দেশবাসীর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য রইল আকাশছোঁয়া। বাজারে গেলেই কপালে ভাঁজ সাধারণ মানুষের। একাধিক প্রয়োজনীয় জিনিসের দাম কমা তো দূরের কথা উল্টে তরতরিয়ে বেড়েই চলেছে দ্রব্য মূল্য।  

আরও পড়ুন: https://tribetv.in/CV-Ananda-Bose-to-Call-two-win-TMC-candidate-for-Oath-Ceremony-as-MLA

খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রএর দাম তরতরিয়ে বাড়ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো মূল্যবৃদ্ধির কোপে পশ্চিমবঙ্গও। কেন্দ্রীয় সরকার প্রতিমাসেই প্রকাশ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির পরিসংখ্যান। সেই পরিসংখ্যান তত্ত্বে থাকে তামিলনাড়ু থেকে হরিয়ানা, পশ্চিমবঙ্গ থেকে গুজরাত। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির চেহারা কেমন, তা সেই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়। যদিও এবারে সরকার গঠনের পর কতটা বদলায় রেখাচিত্র তার দিকেই তাকিয়ে দেশবাসী। 
 
তবে এবার তৃতীয় মোদি সরকারের পর প্রথম প্রকাশিত পরিসংখ্যান তালিকায় দেখা যাবে মূল্য বৃদ্ধির পরিসংখ্যান। যা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।