Weather News: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত আকাশ থাকবে মেঘলা। জানুন আবহাওয়ার সম্পূর্ণ খবর...

Weather News: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ,  দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
ফাইল চিত্র।।

অভ্রদ্বীপ দাস, কলকাতা: দুপুরের পর থেকেই আকাশের মুখভার। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে এগোচ্ছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারফলে আগামী ২৪ ঘন্টায় এটি দীঘা ও পুরীর ওপর দিয়ে সোমবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর ওড়িশা ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে সরে যাবে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সোমবারও আকাশ থাকবে মেঘলা। বৃহষ্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে।  

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত আকাশ থাকবে মেঘলা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে।

আরও পড়ুন: https://tribetv.in/Rajya-Sabha-MP-Jawhar-Sircar-resigned-from-Tmc-mp-post

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে।