তোরজোড় শুরু শপথের, শরিকদের দাবিদাওয়ায় চিন্তায় মোদি

কেউ বা চাইছেন অর্থমন্ত্রী, কেউ চাইছেন রেলমন্ত্রী হতে, তো কেউ স্পিকার! এনডিএ-র সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক- নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দাবিদাওয়ার চাপে নরেন্দ্র মোদি। 

তোরজোড় শুরু শপথের, শরিকদের দাবিদাওয়ায় চিন্তায় মোদি
ফাইল চিত্র

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার মোদির শপথের তোরজোড়। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগেই এনডিএ জোট শরিকদের দাবি দাওয়া নিয়ে চিন্তায় মোদি। কেউ বা চাইছেন অর্থমন্ত্রী, কেউ চাইছেন রেলমন্ত্রী হতে, তো কেউ স্পিকার! এনডিএ-র (NDA) সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক- নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর দাবিদাওয়ার চাপে নরেন্দ্র মোদি। 

লোকসভায় বিজেপির ভালো ফল না হওয়ার সুযোগ নিচ্ছে NDA শরিকরা। বুধবার দিল্লিতে NDA জোটের বৈঠকে বিজেপিকে পূর্ণ সমর্থন করার পাশাপাশি একাধিক দাবি রাখলেন নীতীশ কুমার (Nitish Kumar) ও চন্দ্রবাবু নায়ডুরা। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের সঙ্গে নীতীশ তাঁর দলের জন্য চাইলেন চার পূর্ণমন্ত্রী ও এক প্রতিমন্ত্রী পদ। চন্দ্রবাবু চাইলেন তিনটি পূর্ণমন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ। শুধু তাই নয়, স্পিকার পদও চেয়ে তদ্বির করেছেন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। 

আরও পড়ুন: https://tribetv.in/Suvendu-Adhikari-facing-trouble-after-bjp-down-fall-in-bengal-of-lok-sabha-election-result-2024

ভোটের আগে নীতীশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল, তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতীশেকে তিনটি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে চারটি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতীশ। বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাসোয়ানের এলজেপি, জিতনরাম মাঁঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে আস্তিন গোটাতে শুরু করে দিয়েছে। লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া।