কুঁদঘাটের নামী প্রোডাকশন হাউসে বিধ্বংসী অগ্নিকান্ড, আতঙ্ক এলাকায়

বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজারের মাতলা ব্রিজ সংলগ্ন রোড এলাকায় ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১০- ১২ দোকান।

কুঁদঘাটের নামী প্রোডাকশন হাউসে বিধ্বংসী অগ্নিকান্ড, আতঙ্ক এলাকায়

ট্রাইব টিভি ডিজিটাল: লক্ষ্মীবারে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের একটি প্রোডাকশন হাউসের গুদামে আগুন লেগে যায়। ভোরেই কুঁদঘাটের বাবুরাম ঘোষ রোডে প্রোডাকশন হাউসের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।

 ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চোখের পলকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। দূর থেকে নজরে আসতে থাকে আগুনের লেলিহান শিখা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে চারটি ইঞ্জিন এলেও পরে আগুনের ভয়ঙ্করতা দেখে ১৫ টি ইঞ্জিন পৌঁছয়। তবে ততক্ষণে অনেকটাই ছড়িয়ে পড়েছে আগুন। সূত্রের খবর, টলিপাড়ার একটি প্রথম সারির প্রোডাকশন হাউস এসকে মুভিজের জিনিস থাকত এই গোডাউনে। আগুনের জেরে গোডাউনের শেড এবং একদিকে দেওয়াল ভেঙে পড়ে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। 

এছাড়াও বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজারের মাতলা ব্রিজ সংলগ্ন রোড এলাকায় ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুনে ভস্মীভূত ১০- ১২ দোকান। গভীর রাতে আগুন লাগায় বিষয়টি টের পেতেও বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

আনুমানিক প্রায় রাত দেড়টা নাগাদ আগুন লাগে সেখানে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন। দ্রুত ছড়িয়ে পড়ে। বেশিরভাগ কাপড় ও জুতোর দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু, আগুনের তীব্রতা বেশি থাকায় তা নেভানো সম্ভব হয়নি। 

জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল ব্যাগের দোকান, জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, সেলুন সহ একাধিক দোকান। সমস্ত দোকানই একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে। এর আগেও এই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে।