নয়া ভ্যারিয়েন্টের প্রভাবে বাড়ছে করোনা, রাজ্যগুলিতে জারি সতর্কতা

দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২।

নয়া ভ্যারিয়েন্টের প্রভাবে বাড়ছে করোনা, রাজ্যগুলিতে জারি সতর্কতা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: অতীত হয়েও এ যেন কিছুতেই অতীত হচ্ছে না। ফের ফিরছে মহামারীর তিক্ত স্মৃতি। নয়া ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে  বাড়ছে ফের করোনা আতঙ্ক। দেশজুড়ে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণের মধ্যেই এই তথ্য জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নয়া উদ্বগের মধ্যে শুক্রবার দেশের দৈনিক কোভিড (COVID19Update) আক্রান্তের সংখ্যা ছাড়াল ১১ হাজার। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি বলে খবর জানা গিয়েছে।

 স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য বেশি। একদিনে দৈনিক আক্রান্ত বেড়েছে ৯ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ শতাংশের কাছাকাছি। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে ৪ শতাংশ পেরিয়েছে।

এদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২। দেশে একদিনেই করোনায় ২৯ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪-তে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। এখনও অবধি দেশে মোট ৪ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৫৮৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। যে রাজ্যগুলির সংক্রমণ সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে, তার মধ্যে অন্যতম হল দিল্লি।

রাজধানীতে (New Delhi Covid19) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫২৭ জন। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ২৭.৭৭ শতাংশ। সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যেও। বৃহস্পতিবার শুধুমাত্র মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৪ জন। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণেই দেশে ফের একবার সংক্রমণ ঊর্ধ্বমুখী। তবে এখনও অবধি এই ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর বলে প্রমাণিত না হওয়ায়, চিন্তার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে। সাধারণ মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি অনুসরণ এবং করোনার বুস্টার ডোজ় নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্রের খবর, বর্তমানে সারাদেশে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি। উত্তরপ্রদেশেও লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের।