Train Accident: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রীবাহি ট্রেন লাইনচ্যুত হয়ে জখম ৫৩

বুধবার ভোররাত ২টো ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় ট্রেনটির S3 বগি লাইনচ্যুত হয়ে যায়।

Train Accident: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ, যাত্রীবাহি ট্রেন লাইনচ্যুত হয়ে জখম ৫৩

ট্রাইব টিভি ডিজিটাল: মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয়ে গেল প্যাসেঞ্জার ট্রেনের দু'টি বগি। ঘটনায় আহত কমপক্ষে ৫০ জন। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। 

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্ডিয়া শহরের কাছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঠিক সিগন্যাল না পাওয়ার কারণে এই দুর্ঘটনা। ভগত কি কোঠি নামের যাত্রীবাহি ট্রেনটি একই লাইনে চলে আসা একটি মালগাড়িকে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেলের আধিকারিকরা। চলছে জোরকদমে উদ্ধার কাজ। 

আরও জানা গিয়েছে, বুধবার ভোররাত ২টো ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই ঘটনায় ট্রেনটির S3 বগি লাইনচ্যুত হয়ে যায়। সূত্রের খবর, যাত্রীবাহী ট্রেনটি রায়পুর থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। এদিকে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনই একই লাইন ধরে নাগপুরের দিকে যাচ্ছিল বলে এই ঘটনাটি ঘটেছে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

রেলের তরফে আরও জানানো হয়েছে যে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই রুটের পুরো রেললাইনটি পরিস্কার করে দেওয়া হয় এবং ৫টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি গোন্ডিয়া রেলস্টেশনে পৌঁছয়। এবং ঘণ্টাখানেক পর সব রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।