Mental Depression: মানসিক অবসাদে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি, সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য

বুধবার সকাল থেকেই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে সন্দেহ আরও  বাড়ছিল। প্রতিবেশীরাই থানায় খবর দেন। পুলিশ আসতেই রহস্যের উন্মোচন।

Mental Depression: মানসিক অবসাদে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি, সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য
এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধ দম্পতির দেহ (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: ফের শহরে আত্মহত্যা! বন্ধ ঘর থেকে উদ্ধার এক বয়স্ক দম্পতির ঝুলন্ত দেহ। নিঃসন্তান ওই দম্পতি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে, কলকাতার গড়ফা থানার পূর্বাচল রোডে। বুধবার দুপুরে ঘরের ভিতর থেকে ওই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে গড়ফা থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। পুলিশের দাবি, মৃত ওই দম্পতি সুইসাইড নোটে তাঁদের মানসিক অবসাদের কথা উল্লেখ করে গিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল থেকেই ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে সন্দেহ আরও  বাড়ছিল। প্রতিবেশীরাই থানায় খবর দেন। পুলিশ আসতেই রহস্যের উন্মোচন। ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বুধবার সকালে 87/ 25 A গড়ফায় দম্পতির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত স্বামীর নাম সুধন্য প্রামাণিক (৬৫) ও স্ত্রী সবিতা প্রামাণিক (৬০)।  ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ একটি সুইসাইট নোট উদ্ধার করেছে। তাতে বাড়ির চাবি কোথায় রয়েছে, কোথায় কোন জিনিস রয়েছে, সে পুরো বিশদে লেখা রয়েছে।

জানা গিয়েছে, ওই পরিবারটি এলাকায় আট-ন’মাস আগে ভাড়া এসেছিল। সেভাবে এলাকার বাসিন্দাদের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেননি তাঁরা। বাড়ির সকলে ঘুরতে গিয়েছিলেন। সকালে যিনি বাড়িতে দুধ দিতে আসতেন, তাঁর সঙ্গে বেশ ভাল কথাবার্তা বলতেন গৃহকর্ত্রী। তিনি এদিন দুধ দিতে এসে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার বেল বাজালেও কেউ সাড়া দেননি। তিনি প্রতিবেশীদের জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। তবে শুধুই কী মানসিক অবসাদ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ রয়েছে!  কেন ওই দম্পতি হঠাৎ আত্মহত্যা করলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।