RG Kar Medical News: নোটিসে মেলেনি সাড়া, আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে রাস্তা থেকে তুলল সিবিআই

শুক্রবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ফের সিবিআই। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত  শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। জানুন বিশদে...

RG Kar Medical News: নোটিসে মেলেনি সাড়া, আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে রাস্তা থেকে তুলল সিবিআই
সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ।।

অভ্রদ্বীপ দাস, কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া না দিয়ে বহাল তবিয়তে এতদিন ঘুরে বেরাচ্চছিলেন আর জি কর হাসপাতালের বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের নোটিসে সাড়া না দেওয়ায় এবার তাঁকে রাস্তা থেকে তুলে আনল CBI । শুক্রবার আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলে আনে সিবিআই। চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআইয়ের কাছে। সিবিআই তাকে ডেকেছিল বলে এদিনই কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সিবিআইয়ের ডাকে সাড়া দেননি সন্দীপ। তাই তাকে মাঝপথে পাকড়াও করে সিবিআই। 

অন্যদিকে, শুক্রবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ফের সিবিআই। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত  শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে ফ্রি হ্যান্ড করে দেওয়া হয়। আর জি কর কাণ্ডে সিবিআইয়ের তদন্তে স্বাধীনতা দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: https://tribetv.in/Shyambazar-is-the-battleground-of-BJP-dharna-in-protest-of-RG-kar-incident

এর ফলে বুধবার মধ্যরাতের ঘটনায় অর্থাৎ আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর করা হয় এমার্জেন্সি বিভাগে। এছাড়াও মূল ঘটনাস্থলের পাশের একটি শৌচালয় কেন ভাঙা হল? এইসব নিয়ে তদন্ত করবে এবার সিবিআই। যেহেতু কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে ফ্রি হ্যান্ড করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করতে দুপুর আড়াই টার পরে সিবিআইয়ের আধিকারিকরা আসেন। সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: https://tribetv.in/physically-and-mentally-Harassment-on-a-student-at-Biswabharati-University

শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। তদন্তভার নেওয়ার পর থেকেই দফায় দফায় সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক থেকে বিভাগীয় প্রধানকে। এবার ফের আরজি করে আসে সিবিআই। অগ্নিগর্ভ আরজি কর হাসপাতালে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী দল। বগটুই ও সন্দেশখালির পর থ্রি ডি স্ক্যান করা হবে আরজি কর হাসপাতালে। থ্রি ডি স্ক্যানার নিয়ে হাসপাতালে যায় সিবিআই টিম।