মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচি ভাষায় বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের

নির্বাচন কমিশনকে লেখা অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করায়' শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। জানুন আরও...

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচি ভাষায় বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের
(ফাইল চিত্র)

অভ্রদ্বীপ দাস, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য। প্রাক্তন বিচারপতি তথা BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)।  আগামী ২০ মে বিকেল ৫ টার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে জবাব তলব কমিশনের। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন সেই বিষয়ে শুক্রবার সকালেই কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। এরপরই সব দিক খতিয়ে দেখে তাঁকে শোকজ করল কমিশন। 

এই বিষয়ে তৃণমূলের বক্তব্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য মহিলাদের প্রতি চরম অসম্মানজনক। যা সর্বতোভাবে আদর্শ আচরণ বিধির পরিপন্থী। এবং এর ভিত্তিতেই মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণকারী বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: https://tribetv.in/Central-force-team-was-increased-due-to-fifth-phase-of-bengal-election

নির্বাচন কমিশনকে লেখা অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'ভারতীয় দণ্ডবিধি লঙ্ঘন করায়' শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হোক। সেইসঙ্গে, দলের তরফে আরও দাবি করা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সবরকমের নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হোক। তিনি যেন কোনও জনসভা বা পদযাত্রা করতে না পারেন। পাশাপাশি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ সমস্ত বিজেপি নেতা যেন এই ধরনের ‘ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকেন।

আরও পড়ুন: https://tribetv.in/Calcutta-High-Court-grants-immediate-bail-to-Mampi-Das-from-Sandeshkhali-and-questioned-the-arrest

প্রসঙ্গত, তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। (যদিও সেই বক্তব্যের সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা) তিনি বলেছিলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত লাখ টাকায় বিক্রি হও? তোমার দাম ১০ লাখ টাকা কেন?'' এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাধনী নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। প্রকাশ্যে এই মন্তব্য নিয়ে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়।