Durga Puja 2022: মায়ের মুখে ফুটল ভুবন, এবার উমার সাজেও 'কাঁচা বাদাম'

প্রতিমার দাম রেখেছেন ৮৫ হাজার টাকা। প্রতিমা ঠাঁই পাবে মালদহ শহরের রায়পাড়া আরতি সংঘের পুজো মন্ডপে।

Durga Puja 2022: মায়ের মুখে ফুটল ভুবন, এবার  উমার সাজেও 'কাঁচা বাদাম'

ট্রাইব টিভি ডিজিটাল: 'কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম.. এই গান গেয়ে জগৎ বিখ্যাত হয়েছিলেন ভুবন বাদ্যকর। এবার সেই বাদাম এবং খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করতে ব্যস্ত শিল্পী সুশান্ত সরকার।

পুজোর আর হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। শহর থেকে মফস্বল সর্বত্রই ব্যস্ততা চরমে। জানা গিয়েছে, 
মালদহ শহরের বিশ্বনাথ মোড় এলাকায় এবছর তিনি তৈরি করছেন ১৯টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদহ শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা।
          

এবছর প্রতিমার মূল আকর্ষণ কাঁচা বাদাম এবং তার খোসা দিয়ে তৈরি দেবীর সাজ। 
প্রতিবছর নতুন কিছু তৈরির চেষ্টা করেন সুশান্ত। এবছর ভুবন বাদ্যকারের গাওয়া কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম.. এই গানটি জগৎ বিখ্যাত হয়। সেই বাদাম দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন শিল্পী। তিনি আশা করেন এই প্রতিমা দর্শকদের মন জয় করবে।

জানা গিয়েছে, প্রতিমার দাম রেখেছেন ৮৫ হাজার টাকা। প্রতিমা ঠাঁই পাবে মালদহ শহরের রায়পাড়া আরতি সংঘের পুজো মন্ডপে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল আঠা রঙিন সুতো, বাদামের খোসা এবং কাঁচা বাদাম। আর কয়েক সপ্তাহ পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। জেলার বহু ক্লাব মহালয়ার দিন থেকে পুজো মন্ডপের উদ্বোধন শুরু করবে। ফলে চরম ব্যস্ততা এখন কুমারটুলিতে।