West Bengal News: নরেন্দ্রপুর স্কুলের ঘটনায় প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ আদালতের

বলরামপুর এমএন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বিস্তারিত জানতে আরও পড়ুন...

West Bengal News: নরেন্দ্রপুর স্কুলের ঘটনায় প্রধান শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ আদালতের
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)।।

ট্রাইব টিভি ডিজিটাল: নরেন্দ্রপুরের বলরামপুরে মন্মথনাথ বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের আগাম জামিনের আবেদন খারিজ। আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। প্রধান শিক্ষকের নির্দেশ ছাড়া স্কুলের দরজা খোলা হলো কি করে? বহিরাগতরা স্কুলে ঢুকে  ছাত্র-ছাত্রীদের ভয় দেখিয়ে শিক্ষক শিক্ষিকাদের মারধর করলো কিভাবে? স্কুল চলাকালীন এই ঘটনা ঘটলে প্রধান শিক্ষকের involvement নেই এটা বিশ্বাসযোগ্য হতে পারে ? প্রশ্ন বিচারপতির।

উল্লেখ্য, বলরামপুর এমএন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। স্কুলে বহিরাগতদের প্রবেশ করিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মারধর, আর্থিক বেনিয়ম, বেআইনিভাবে কুপনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা তোলা, সবুজ সাথী প্রকল্পের সাইকেল টাকার বিনিময়ে পড়ুয়াদের দেওয়া সহ একাধিক অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 

আরও পড়ুন: https://www.tribetv.in/Head-Master-of-narendrapur-mn-school-allegedly-accused-for-distributing-sabuj-sathi-cycle-for-money

ইতিমধ্যেই প্রধান শিক্ষক সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য, রাজনৈতিক নেতা একাধিক ব্যক্তির নামে এফআইআর দায়ের হলেও অভিযুক্তদের বেশিরভাগকে এখনও গ্ৰেফতার করতে না পারায় একাধিক বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছেন নরেন্দ্রপুর থানার আইসি। ইতিমধ্যেই জেলা প্রশাসককে স্কুলের অডমিনিস্ট্রেটর দায়িত্ব দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। গোটা তদন্তে নজরদারি করছেন বারুইপুর জেলা পুলিশ সুপার। 

আরও পড়ুন: https://www.tribetv.in/PM-Modi-visits-to-Bengal-on-1-march-ahead-of-lok-sabha-election-2024

তাঁর গাড়ির চালক গ্ৰেফতার হলেও এখনও পুলিশের হাতে অধরা প্রধান শিক্ষক। এর মধ্যেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন নরেন্দ্রপুর বলরামপুর এমএন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক।