আরজি কর কাণ্ডে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে CBI তলব, তদন্তে সাহায্য করতে হাজির সিজিও কমপ্লেক্সে
৯ আগস্ট রাতে আরজি করে নির্যাতিতার দেহ নিয়ে বের হওয়ার সময় গাড়ি আটকে ছিলেন মীনাক্ষীরা। সূত্রের খবর, সেই ঘটনায় এদিন ডিওয়াইএফআই নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানুন বিস্তারিত...

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর-কাণ্ডের তদন্তে এবার বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। বৃহস্পতিবার বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তলব করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সময় মতো বেলা ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান ডিওয়াইএফআই নেত্রী (DYFI Leader)। সঙ্গে ছিলেন আইনজীবী। সিবিআই দফতরে ঢোকার আগে তিনি বলেন, “তদন্তে সহযোগিতা করতে ডেকেছিল। তাই এসেছি। নির্যাতিতা যাতে বিচার পান, তার জন্য সব রকম সাহায্য করব।”
৯ আগস্ট রাতে আরজি করে নির্যাতিতার দেহ নিয়ে বের হওয়ার সময় গাড়ি আটকে ছিলেন মীনাক্ষীরা। সূত্রের খবর, সেই ঘটনায় এদিন ডিওয়াইএফআই নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে ১৪ অগাস্ট মহিলাদের রাত দখলের সময় আরজি কর মেডিক্যালে ভাঙচুরের সময় হামলাকারীদের হাতে ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গিয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ওই রাতের ভাঙচুরের ঘটনাতেও মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee) জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: https://tribetv.in/inDrive-take-special-initiatives-to-teach-driving-for-women
৯ অগাস্ট রাতে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়ই প্রথমবার নজর দেন ‘চুপিসারে’ দেহ নিয়ে বেরিয়ে যাওয়ার বিষয়ে। অভিযোগ, সেই নির্যাতিতার মৃতদেহ নিয়ে ‘চুপিসারে’ বেরিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময় ডিওয়াইএফআই নেত্রী-সহ সদস্যরা গাড়ি আটকান। তার পরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। এবিষয়ে এবার সিবিআইয়ের জেরার মুখে মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি কীভাবে জানলেন যে লুকিয়ে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল? সমস্ত বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা (CBI)।
সিপিএমের একটি সূত্র মারফত জানা গিয়েছে, কয়েক দিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন মীনাক্ষীকে। দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয়। সিবিআই আধিকারিকের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর মীনাক্ষী তদন্তকারী সংস্থাটির দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন।