প্রেমিকার ছবি বিকৃতি করে টাকা আত্মসাৎ, শ্রীঘরে প্রেমিক

ধৃত প্রেমিকের নাম পীযুশ মিশ্র। শুধু প্রেমিকাকে ব্ল্যাকমেইল নয়, তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও নিয়েছে ওই যুবক।

প্রেমিকার ছবি বিকৃতি করে টাকা আত্মসাৎ, শ্রীঘরে প্রেমিক

ট্রাইব টিভি ডিজিটাল: সোশ্যাল মিডিয়া থেকে প্রেমিকার ছবি নিয়ে লাগাতার ব্ল্যাকমেইল। ভিনরাজ্য থেকে প্রেমিককে গ্রেফতার করল পুলিশ।

ধৃত প্রেমিকের নাম পীযুশ মিশ্র। শুধু প্রেমিকাকে ব্ল্যাকমেইল নয়, তাঁর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকাও নিয়েছে ওই যুবক। এদিকে ধৃত প্রেমিককে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত।  জলপাইগুড়ি শহরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় বিহারের আনিশাবাদের পঞ্চবটি কলোণীর বাসিন্দা পিযুষ মিশ্রর।

বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ প্রেমে পরিণত নয়। তার পরই বিভিন্ন সময় ওই যুবক প্রেমিকার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করত। তরুনীর তরফ থেকে সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করা হলেও ধৃত যুবক নানা ভাবে তাঁকে হুমকি দিত বলে অভিযোগ।