ভালো আছেন বুদ্ধবাবু, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

বর্তমানে সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। তবে আপাতত রাইস টিউবেই খাবার খাওয়ানো হবে বুদ্ধদেব বাবুকে।

ভালো আছেন বুদ্ধবাবু, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: ১২ দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattachrya। সম্পূর্ণ সংক্রমণমুক্ত হওয়ায় বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছেঁড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। অবশেষে আজ বুধবার দুপুর ১২টা নাগাদ হাসপাতালের বিশেষ অ্যাম্বুলেন্স করে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে রওনা দেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পৌঁছতে যাওয়া চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা প্রক্রিয়া শুরু থেকে বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি পদক্ষেপ বুদ্ধদেবকে জানানো হচ্ছিল। তাঁকে যে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তা-ও তাঁকে জানানো হয়। অ্যাম্বুল্যান্স পাম অ্যাভিনিউয়ের কাছাকাছি পৌঁছতেই চিকিৎসকরা তাঁকে সে কথা জানান। অ্যাম্বুল্যান্সে শুয়েই বুদ্ধদেব বলেন, ''আচ্ছা।'' এর পর বাড়ি ঢুকেছেন শুনেই তাঁর চোখেমুখে স্বস্তি ফেরে। তাঁকে অনেক বেশি আত্মবিশ্বাসীও মনে হয়েছে চিকিৎসকদের।

সূত্রের খবর, বর্তমানে সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। তবে আপাতত রাইস টিউবেই খাবার খাওয়ানো হবে বুদ্ধদেব বাবুকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি ফেরার পর স্বস্তি ফিরেছে তাঁর চিকিৎসকদের মুখে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ''এর আগেও বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে এ বারের লড়াই অনেক কঠিন ছিল। এ বার নিউমোনিয়া এবং সংক্রমণ ছিল। তবে ওঁর শরীর চিকিৎসায় ঠিকঠাক সাড়া দিয়েছে।'' 

প্রসঙ্গত, তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৯ জুলাই শনিবার দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। গত ১২ দিন ধরে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ৮ চিকিৎৎসকের মেডিকেল টিম। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা অনেকটাই ভালো। সেই কারণেই বুধবার হাসপাতালের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ছুটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।