জমি-ভেড়ির টাকা ঘুরপথে রাজ্যের ২ প্রভাবশালী মন্ত্রীর পকেটে, শাহজাহানের টেন্ডারে অনিয়মের অভিযোগ

ইডির আইনজীবী নতুন অভিযোগ আনেন। ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে জানান, সন্দেশখালির জমি দখলের টাকার সঙ্গে উপরমহলেরও যোগ রয়েছে। জানুন আরও...

জমি-ভেড়ির টাকা ঘুরপথে রাজ্যের ২ প্রভাবশালী মন্ত্রীর পকেটে, শাহজাহানের টেন্ডারে অনিয়মের অভিযোগ
শেখ শাহজাহান (ফাইল চিত্র)

অভ্রদ্বীপ দাস, কলকাতা: জামিন অধরা। আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে সন্দেশখালির মাস্টার মাইন্ড শেখ শাহজাহান সহ ধৃত ৪ জনের। ধৃতরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। সেই আশঙ্কায় ইডির আইনজীবীর তরফে ধৃতদের জামিনের বিরোধিতা করা হয়। সন্দেশখালির সাধারণ মানুষের জমি জবরদখল থেকে শুরু করে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় শেখ শাহজাহান সহ ৪ জনের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়। সোমবার ইডির সেই আবেদন মেনে আগামী ১৩ মে পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ধৃতদের তরফে জামিনের আবেদন জানায়নি কেউ। 

কলকাতার নগর দায়রা আদালতে সোমবার শাহজাহানের মামলার শুনানি ছিল। সেখানেই ইডির আইনজীবী নতুন অভিযোগ আনেন। ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে জানান, সন্দেশখালির জমি দখলের টাকার সঙ্গে উপরমহলেরও যোগ রয়েছে। সেই টাকা পেয়েছেন রাজ্যের দু’তিন জন মন্ত্রীও। টাকা নয়ছয়ের ক্ষেত্রে একটি দিক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেও আদালতে দাবি ইডির।

শুনানিতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আরও জানান, নতুন করে জেল হেফাজতের আবেদনের কারণ হল, নতুন তদন্তে উঠে এসেছে, ৪ জনের সঙ্গে ২-৩ জন মন্ত্রী জড়িত। মন্ত্রীদের কাছে জমি দখলের বেআইনি টাকা গিয়েছে। এরা যদি জামিন পায় তদন্ত প্রভাবিত হতে পারে। রাজ্য সরকার বিভিন্ন টেন্ডার দিয়েছিল। সেই টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তাঁর সঙ্গীদের কাছে গেছে। এইভাবেই লাভবান হয়েছে শেখ শাহজাহান এবং তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন: https://www.tribetv.in/Allegedly-Bomb-blast-in-Murshidabad-ahead-of-Lok-Sabha-Election

পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাবার সহ একাধিক টেন্ডার সরকারি বরাত গিয়েছে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের কাছে। মূলত, ২০১৬ এবং ২০২৩ সাল উল্লেখ করে বলা হয়েছে। এই সময় বিভিন্ন ক্ষেত্রে এই টেন্ডারগুলো ঘুরপথে পাইয়ে দেওয়ার হয়েছিল। ইডির আইনজীবীর দাবি শেখ শাহজাহানের স্ত্রী সহ তাঁর নিকটতম সমস্ত আত্মীয় এ কথা স্বীকার করেছেন ইডি আধিকারিকদের জেরায়।

আরও পড়ুন: https://www.tribetv.in/Pendency-of-Sandeshkhali-Chaos-hearing-at-Supreme-Court

আদালতে ইডির আইনজীবীর আরও দাবি, যে অস্ত্র গুলো গত শুক্রবার সন্দেশখালি থেকে উদ্ধার করেছে সিবিআই, সেই সমস্ত অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলো অস্ত্রই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে। এই ঘটনার কথাও ইডির জেরায় স্বীকার করেছে শেখ শাহজাহানের স্ত্রী ও ঘনিষ্ঠরা। শেখ শাহজাহানের আর এক ভাই শেখ সিরাজউদ্দিন। তাঁকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না ইডি। এই সিরাজউদ্দিনই নিজেকে হোমিওপ্যাথিক ডাক্তার বলে পরিচয় দিয়েছিলেন। ইডির আইনজীবীর দাবি, তিনি এখন অন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারের আস্তানায় আত্মগোপন করে রয়েছেন।