দফায় দফায় উত্তেজনায় উদ্বিগ্ন কমিশন, লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন!

তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল সমর্থকদের লাঠি-বাঁশ দিয়ে মারধর। ভুয়ো ভিডিও বানিয়ে বিজেপিকে বদনাম করার অভিযোগ। ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। জানুন বিস্তারিত...

দফায় দফায় উত্তেজনায় উদ্বিগ্ন কমিশন, লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন!
ফাইল চিত্র

অভ্রদ্বীপ দাস, কলকাতা: চতুর্থ দফা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। ক্ষিপ্ত গ্রামবাসীর রোষের কবলে এবার তৃণমূল নেতা। তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল সমর্থকদের লাঠি-বাঁশ দিয়ে মারধর। ভুয়ো ভিডিও বানিয়ে বিজেপিকে বদনাম করার অভিযোগ। ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বসিরহাটে নির্বাচনে ১ লাখের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা (Election Commission)। 

স্টিং ভিডিও নিয়ে বিতর্কের মাঝে সন্দেশখালিতে ফের নতুন করে অশান্তি। প্রথমে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ বিজেপি কর্মী সমর্থকেরা। পরে তৃণমূল কর্মীকে (TMC) বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয়। পুলিশের সঙ্গে রণংদেহী মহিলারা বার বার ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সবমিলিয়ে ভোট আবহে ফের রণক্ষেত্র সন্দেশখালি। এই ঘটনায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জেলার নির্বাচনী আধিকারিক থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) চাইল কমিশন।

আরও পড়ুন: https://tribetv.in/PM-Narendra-Modi-Attack-TMC-from-Barrackpore-Election-Campaign-on-Sandeshkhali-issue-and-Bengal-corruption

প্রথম থেকেই সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকার দফতর। দ্বিতীয় দফার ভোট চলাকালীন সিবিআইয়ের তল্লাশি অভিযান এবং এনএসজি কমান্ডোদের রোবট নামিয়ে অস্ত্র-বোমা উদ্ধারের ঘটনায় প্রথম থেকেই চিন্তায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। একদিকে চলছে অস্ত্র উদ্ধার। অন্যদিকে একের পর এক সন্দেশখালিতে বিজেপি নেতার স্বীকারোক্তির ভিডিও সামনে আসছে। যা নিয়ে ভোটের আবহে উত্তাল বঙ্গ-রাজনীতি (West Bengal Election)। এই পরিস্থিতিতে বসিরহাট লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোই লক্ষ্য মুখ নির্বাচনী আধিকারিকের দফতরের।

আরও পড়ুন: https://tribetv.in/Alipore-Weather-Office-alert-Thunderstorm-Rain-in-South-Bengal-On-Sunday

নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় শুধুমাত্র বসিরহাট লোকসভা (Basirhat Lok Sabha) কেন্দ্রেই ৯০ হাজার থেকে ১ লাখের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের একাধিক যে দ্বীপ এলাকাগুলিতে ভোট রয়েছে সেই এলাকাগুলিতে আগে থেকেই কিউআরটি মোতায়েন করা হবে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফায় শান্তিপূর্ণ লোকসভা নির্বাচন দেখেছে রাজ্যবাসী। তাতে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় আরও ভালো ভোট করানোর দিকে নজর দিতে বলেছেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (Election Commission of India)।