অবৈধ মাদককারবারে রমরমা নৈহাটি, দুষ্কৃতীদের হাতে প্রহৃত প্রতিবাদী যুবক
বহুদিন ধরেই কারিগর পাড়ায় রমরমিয়ে চলছে মাদক বিক্রির কারবার। ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না। তবে ভয় উপেক্ষা করেই পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আবদুল কাদির। জানুন বিস্তারিত...

ট্রাইব টিভি ডিজিটাল: জনবহুল এলাকায় মাদক বিক্রির অভিযোগ। নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার ঘটনা। প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী যুবক। ঘটনায় সরব ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। দায় এড়ালেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Partha Bhowmick)।
অভিযোগ, বহুদিন ধরেই কারিগর পাড়ায় রমরমিয়ে চলছে মাদক বিক্রির কারবার। ভয়ে কেউই প্রতিবাদ করার সাহস দেখায় না। তবে ভয় উপেক্ষা করেই পাড়ায় মাদক বিক্রির প্রতিবাদ জানায় স্থানীয় যুবক আবদুল কাদির। অভিযোগ, সোমবার (Monday) রাতে রাস্তার মোড়ে প্রতিবাদী যুবক আবদুল কাদিরকে পাকড়াও করে বেধড়ক মারধর করে মাদক বিক্রেতাদের দলবল। এমনকি পিস্তলের বাট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। বেদম প্রহারে সংজ্ঞাহীন হয়ে পড়েন প্রতিবাদী কাদির।
গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাকপুর (Barrackpur) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি বহুদিন ধরেই বলছি নৈহাটি (Naihati) অঞ্চলে বেআইনি মাদকচক্রের আখড়া বসেছে। পুলিশ এবং স্থানীয় বিধায়কের মদতেই এই মাদকচক্র চলছে । দোষীদের অবিলম্বে গ্রেফতার করার বার্তা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর।
অপরদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের দাবি এই বিষয়ে আমার কিছু জানা নেই। খবর নিয়ে দেখছি পুলিশ ব্যবস্থা নেবে। ভোটের আগে এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী এবং রাজ্য সরকারেকে সরাসরি নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।