নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, চা বাগানের আইকন শেফালী

বাবা রাজেশ উরাও শিলিগুড়িতে রাজমিস্ত্রীর হেলপারের কাজ করেন। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার ফুটবল কোচিং ক্যাম্পের সদস্য।

নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, চা বাগানের আইকন শেফালী

ট্রাইব টিভি ডিজিটাল: ববিতা উরাও। এলাকায় শেফালী নামেই পরিচিত। ডেঙ্গুয়াঝাড় চা বাগানের দশ নম্বর লাইনের বাসিন্দা। মা ললিতা উরাও চা শ্রমিক। 

বাবা রাজেশ উরাও শিলিগুড়িতে রাজমিস্ত্রীর হেলপারের কাজ করেন। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার ফুটবল কোচিং ক্যাম্পের সদস্য। সদা প্রাণবন্ত হাসিমুখের শেফালী বিভিন্ন জায়গায় গ্রীন জলপাইগুড়ি মহিলা ফুটবল টিমের সদস্য হিসেবে খেলেছেন। অভাব যেখানে নিত্য সঙ্গী, সেখানেই গল্প শুরু শেফালীর। আদিবাসী চা শ্রমিক পরিবারে যেখানে শিক্ষার হার নগন্য, অল্প বয়সে যেখানে মেয়েদের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলে। সেখানে কোনওমতে ৪১ শতাংশ নম্বর পেয়ে ২০১৭ সালে মাধ্যমিক পাশ করে শেফালী। 

আর পাঁচটা মেয়ের মতো বাড়ি থেকে শেফালীকেও বিয়ে দেওয়ার প্রস্তুতি চলে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে বদ্ধপরিকর ববিতা উরাও ওরফে শেফালী। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করে ২০১৯ সালে ৬২ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন।
 ছোট বেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেফালীর। অভাবের সংসারে, আদিবাসী পরিবারের মেয়ে ইঞ্জিনিয়ার হবে,অনেকেই ব্যঙ্গ করতে শুরু করেন। আত্বীয়স্বজন থেকে শুরু করে,পাড়া প্রতিবেশী, সবাই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য বলতে থাকেন।

শেফালীর জেদের কাছে হার মানতে বাধ্য হয় বাবা-মা। রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় শেফালী। একদিকে অভাবের সংসার,অন্যদিকে যাতায়াতের সমস্যা। প্রতি নিয়ত কলেজে আসা যাওয়ার খরচ জোগাতে হিমশিম অবস্থা শেফালীর পরিবারের। সব সমস্যাকে জয় করে এই বছর ৭১ শতাংশ নম্বর নিয়ে পাস করেন শেফালী। চা শ্রমিক পরিবারের আদিবাসী মেয়ে আজ জুনিয়র ইন্জিনিয়ার। 

স্বপ্ন আরও পড়াশোনা করার। বি টেক ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার। শেফালীকে নিয়ে চরম উম্মাদনা ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিক পরিবারের দশ নম্বর লাইনে। গোটা বাগান এলাকার মেয়েদের আইকন আজ শেফালী। শেফালীকে দেখেই, আগামী দিনে শ্রমিক পরিবারের আদিবাসী মেয়েরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। শেফালীরাই পারেন, বিশ্ব জয়ের স্বপ্ন দেখাতে। শেফালীর মতো মেয়ের জন্য গর্বিত জলপাইগুড়ি। গর্বিত গ্রীন জলপাইগুড়ি পরিবার।